সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ। কোন একাদশ নিয়ে টিম ইন্ডিয়া নামে, সেটা নিয়ে চর্চা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কৌতূহল সঞ্জু স্যামসন কি সুযোগ পাবেন? নাকি জিতেশ শর্মাতে ভরসা রাখবেন গৌতম গম্ভীর? স্বাভাবিকভাবেই সূর্যকুমারকে উদ্দেশ্য করে প্রশ্নটা ধেয়ে এল। সেখানে কিন্তু ‘ভারসাম্য’ বজায় রেখে উত্তর দিলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক।
সঞ্জুকে নিয়ে সূর্য বলেন, “আমরা সব দিক দিয়ে সঞ্জুর খেয়াল রাখছি। চিন্তা করবেন না। আমরা কাল সঠিক সিদ্ধান্তই নেব।” অর্থাৎ, কোনও স্পষ্ট উত্তর নেই। সঞ্জু সুযোগ পাবেন কি না, পাবেন না তা নির্ভর করবে সূর্যর ‘সঠিক সিদ্ধান্ত’র উপর। নাকি সূর্য নন, শুধুই গম্ভীরের সিদ্ধান্তের উপর?
সঞ্জু না খেললে সুযোগ পাবেন জিতেশ। ভারত অধিনায়ক কিন্তু তাঁর প্রশংসাও করে গেলেন। সূর্য বলছেন, “আমরা ওকে বলেছি, সামনে কী আছে, তা নিয়ে না ভাবতে। নিজের রাস্তা অনুসরণ করো। এখন ও সম্পূর্ণ অন্য ধাঁচের প্লেয়ার হয়েছে। যেভাবে ও আইপিএলে পারফর্ম করেছে, ঘরোয়া ক্রিকেটে খেলেছে। সব জায়গায় জিতেশ ভালো খেলেছে। তাই ও নিজের জায়গা অর্জন করেছে।” অর্থাৎ জিতেশকে খেলানোর সম্ভাবনাও সূর্য অস্বীকার করছেন না।
এশিয়া কাপের দল ঘোষণার পর থেকেই সঞ্জুকে নিয়ে আশঙ্কা তৈরি হয়। টি-টোয়েন্টিতে নিজের জায়গা পাকা করতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে সঞ্জু স্যামসনকে। শেষ ১০টি ইনিংসের মধ্যে তিনটি সেঞ্চুরি করেছেন সঞ্জু। সম্প্রতি কেরালা ক্রিকেট লিগে ৫ ইনিংসে ৩৬৮ রান করেছেন তিনি। তারপরও কি দলে জায়গা হাতছাড়া হয়েছে শুভমান গিল দলে ঢুকে পড়ায়? ওপেনিংয়ে তাঁর জায়গা নিয়ে সংশয় আগেই তৈরি হয়েছে। অনেকেরই ধারণা, অভিষেক শর্মার সঙ্গে হয়তো ওপেন করবেন শুভমান গিল। আর জিতেশ আসবেন লোয়ার অর্ডারে। অনুশীলনের ছবি দেখেও কিন্তু সেটাই মনে হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.