ছবি দেবাশিস সেন
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় ইনিংসে একটা সময় শূন্য রানে দুই উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে অবিশ্বাস্য ব্যাটিং করে ম্যাচ বাঁচিয়েছেন শুভমান গিলরা। টেস্ট বাঁচানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কি পয়েন্ট বেড়েছে টিম ইন্ডিয়ার?
ম্যাঞ্চেস্টারে ড্রয়ের ফলে পয়েন্ট বেড়েছে টিম ইন্ডিয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে ভারত এখন পর্যন্ত চারটি টেস্টে একটিতে জিতলেও দু’টি হেরেছে এবং একটি ড্র করেছে। ফলে ভারতের পয়েন্ট এখন ১৬ হলেও পয়েন্টের শতাংশ ৩৩.৩৩। এই পয়েন্টের শতাংশই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর উপরেই নির্ভর করে কোন দু’টি দল WTC ফাইনালে খেলবে। সেই তালিকায় এখন চতুর্থ স্থানে রয়েছেন শুভমানরা।
অন্যদিকে, ইংল্যান্ড চার পয়েন্ট পেলেও লর্ডসে স্লো ওভার রেটের কারণে দুই পয়েন্ট পেনাল্টির কারণে তৃতীয় স্থানে নেমে গিয়েছে। বেন স্টোকসরা চার টেস্টে জয়ী হয়েছেন দু’টিতে। হেরেছেন একটি। ড্র একটি। তাদের পয়েন্ট ২৬। পয়েন্টের শতাংশ ৫৪.১৬। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ হোয়াইটওয়াশ করে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। অজিদের পয়েন্টের শতাংশ ১০০। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। পয়েন্টের শতাংশ ৬৬.৬৭।
ভারতের পরেই রয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আপাতত দু’টি টেস্টে একটি হার এবং একটি ড্র করে তাদের পয়েন্ট ৪। পয়েন্টের শতাংশ ১৬.৬৭। ওয়েস্ট ইন্ডিজ ষষ্ঠস্থানে। নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা এখনও খেলেনি। শুভমানরা চাইবেন, ওভাল টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়ে WTC ক্রমতালিকায় উঠে আসতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.