সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দ্বিতীয় যুবটেস্টে ৭ উইকেটে সহজেই জিতল ভারতীয় দল। সিরিজও জিতে নিল ভারতের ছোটরা। অজিভূমে তাদেরকেই চুনকাম করল আয়ুষ মাত্রেরা। তবে দুই ইনিংসেই রান পায়নি বৈভব সূর্যবংশী। বরং আউট হয়ে বচসায় জড়াল আম্পায়ারের সঙ্গে।
প্রথম টেস্টে ভারত জিতেছিল এক ইনিংস ও ৫৮ রানে। দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১৩৫ রানে অলআউট হয়ে যায়। হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল দুজনেই ৩টি করে উইকেট নেয়। জবাবে ভারতও খুব বেশি রান করতে পারেনি। বৈভব করে ২০ রান। লাচমুন্ডের বলে উইকেটকিপার লি ইয়ংয়ের হাতে ক্যাচ দিয়ে বসে। তবে এই আউট নিয়ে বিতর্ক রয়েছে। ভারত অলআউট হয় ১৭১ রানে।
প্রথম ইনিংসে নিজের ছন্দেই শুরু করেছিল বৈভব। দুটি চার ও একটি ছক্কায় ১৪ বলে ২০ রান করে ফেলে ১৪ বছর বয়সি তারকা। কিন্তু লাচমুন্ডের ইনসুইংটা সে বুঝতে পারেনি। বল উইকেটকিপারের কাছে পৌঁছলে আম্পায়ার আউট দেন। তবে বৈভবের দাবি, বল তার ব্যাটে লাগেনি। বরং সেটা নাকি তার পা ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। বারবার সেটা বোঝানোর চেষ্টা করে। কিন্তু আম্পায়ার আউটের সিদ্ধান্ত নেওয়ায় কিছুক্ষণ ক্রিজেই দাঁড়িয়ে থাকে সে। তারপর হতাশ হয়ে বেরিয়ে যায়। এমনিতে মাঠে যথেষ্ট শান্তই থাকে বৈভব। তবে অনেকের বক্তব্য, কঠিন টেস্টের চাপ সামলানোর কাজটা এবার তাকে শিখতে হবে।
Vaibhav Suryavanshi was wrongly given out in the second Youth Test against Australia U19. He looked shocked by the decision and gestured to indicate that there was a clear gap between the bat and the ball.
— Varun Giri (@Varungiri0)
এরপর দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। এবারও বিধ্বংসী বোলিং করে হেনিল ৩টি উইকেট নেয়। নমন পুষ্পকের ঝুলিতেও তিন উইকেট। অস্ট্রেলিয়া থেমে যায় মাত্র ১১৬ রানে। টেস্ট জিততে ভারতের জন্য মাত্র ৮৪ রানের লক্ষ্য ছিল। ৩ উইকেট হারিয়ে সেটা তুলে নেয় ভারতের ছোটরা। বেদান্ত ত্রিবেদী ৩৩ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে। এবার রানের খাতাই খুলতে পারেনি বৈভব। তবে দুটি টেস্টে মিলিয়ে ১৩৩ রান করেছে সে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.