Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

অবসর ভেঙে দেশের হয়ে ফের টি-২০ খেলতে চান কোহলি! নিজেই বেঁধে দিলেন শর্ত

গত বছর বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি।

Virat Kohli's Cheeky Comment On T20I Retirement U-Turn
Published by: Subhajit Mandal
  • Posted:March 15, 2025 8:43 pm
  • Updated:March 15, 2025 8:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের জার্সিতে ফের টি-২০ খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে? অবসর ভেঙে মেন-ইন-ব্লুর হয়ে খেলবেন তিনি? সেই সম্ভাবনা উসকে দিলেন বিরাট নিজেই। মজাচ্ছলে হলেও কোহলি বলে গেলেন, ভারত যদি ২০২৮ অলিম্পিক ক্রিকেটের ফাইনালে ওঠে তাহলে তিনি ফাইনাল ম্যাচটি খেলতে পারেন।

Advertisement

১২৮ বছর পরে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হল ক্রিকেটকে। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই খেলাটিকে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে অন্যতম একটি ইভেন্ট হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। বছর দুই আগে মুম্বইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) কার্যনির্বাহী কমিটির বৈঠকে ক্রিকেটকে এলএ ২৮’ (LA 28)-তে অন্তর্ভূক্তির অনুমদন দেওয়া হয়েছে। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে শেষবার ক্রিকেট খেলা হয়েছিল। তবে এবার থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট আয়োজিত হবে। মজার কথা হল, অলিম্পিক কমিটিই ইঙ্গিত দিয়েছে, অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির অন্যতম কারণ কোহলির জনপ্রিয়তা।

একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিরাটকে প্রশ্ন করা হয়েছিল, তিনি লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফিরতে চান কিনা? সে প্রশ্নের জবাব খানিক হাসির ছলেই দিয়েছেন বিরাট। একপ্রকার রসিকতার সুরে বিরাট বললেন, “গোটা অলিম্পিকে খেলা? না না। তবে যদি আমরা সোনা জেতার ম্যাচে খেলি। তাহলে হয়তো একটা ম্যাচের জন্য আমি অবসর ভেঙে খেলে নিলাম। এবং মেডেলটা জিতে বাড়ি ফিরে এলাম।” পুরোটাই হয়েছে রসিকতার মোড়কে। ফলে বিরাটের এই বক্তব্য গুরুত্ব দিয়ে ভাবাটা বোকামি হবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

গত বছর বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি। আপাতত বাকি দুই ফরম্যাটে খেলছেন তিনি। সেই সঙ্গে খেলছেন আইপিএল। বিরাট-রোহিতদের অনুপস্থিতিতে ভারতের টি-২০ দল বেশ ভালো ফর্মে। তাই অদূর ভবিষ্যতে তাঁর প্রত্যাবর্তনের বিশেষ সম্ভাবনা নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ