Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

তাড়াহুড়ো করেই সিদ্ধান্ত? রোহিতের টেস্ট অবসর নিয়ে মুখ খুললেন ছোটবেলার কোচ

'হিট ম্যানে'র পরবর্তী লক্ষ্য কী?

Was the decision made in a hurry? Rohit's childhood coach opens up about his Test retirement

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:May 8, 2025 4:00 pm
  • Updated:May 8, 2025 4:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। যদিও এর পিছনে অনেকেই ‘অন্য গন্ধ’ পাচ্ছেন। তাঁদের মতে, ইংল্যান্ড সফরে ছাঁটাইয়ের আঁচ পেয়েই আগেভাগেই টেস্ট থেকে সরে গিয়েছেন রোহিত। যদিও তাঁর ছোটবেলার কোচ বলছেন অন্য কথা। তাঁর মতে, ‘আচমকা’ এই সিদ্ধান্ত নেননি রোহিত।

Advertisement

রোহিতের ছোটবেলার কোচ দীনেশ লাড বলেন, “ও তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেয়নি। তেমন যদি হত, তাহলে আগেই অবসর নিয়ে নিত। কিন্তু এমনও নয় যে, ও ফর্মের কারণে সরে দাঁড়িয়েছে। বিশ্বকাপের পর টি-টোয়ান্টি খেলতে চায়নি। আর এবার টেস্ট থেকেও সরে দাঁড়িয়েছে। ভবিষ্যৎ সম্পর্কে অনেক ভাবনাচিন্তা করেই সিদ্ধান্তটা নিয়েছে ও। আমি নিশ্চিত, রোহিতের এই সিদ্ধান্ত কখনওই ইংল্যান্ড সফরের কারণে প্রভাবিত নয়। তরুণদের সুযোগ করে দেওয়ার জন্যই রোহিতের এই সিদ্ধান্ত।”

তিনি মনে করেন, একদিনের ক্রিকেটে চুটিয়ে খেলবেন রোহিত। এমনকী তাঁর ছাত্রের লক্ষ্য থাকবে ২০২৭ বিশ্বকাপ জয়। দীনেশের সংযোজন, “রোহিত কিন্তু এখনও ওয়ানডে থেকে অবসর নেয়নি। ২০২৭ সালের বিশ্বকাপটা ও খেলতে চায়। আমার তো মনে হয়, ও দু’বছর পর বিশ্বকাপ জিতেই ওয়ানডে থেকে অবসর নেবে।”

রোহিতের অবসরের আগে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছিল, “নির্বাচকরা ইংল্যান্ড সফরের জন্য একজন নতুন অধিনায়ক চান। রোহিত লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে উপযুক্ত নন। তাঁর ফর্মও ভালো নয়। এমন পরিস্থিতিতে পরবর্তী টেস্ট সার্কেলের জন্য নির্বাচকরা একজন তরুণ নেতা তৈরি করতে চান। নির্বাচক কমিটি বিসিসিআইকে জানিয়েছে, রোহিত দলকে নেতৃত্ব দেবেন না।” এখান থেকেই সন্দেহ দানা বাঁধে, রোহিত হয়তো চাপের মুখেই টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তবে, রোহিতের ছোটবেলার কোচের মুখে সম্পূর্ণ অন্য কথা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ