ছবি পিটিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া সফরের আগে হিটম্যানকে ‘এয়ারপোর্ট লুকে’ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন নেটিজেনরা। এখন ওজন কমিয়ে একদম ছিপছিপে রোহিত শর্মা। রবিবার থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ। তার আগে জানা গেল, সোশাল মিডিয়ায় মেদযুক্ত চেহারায় নিজের ছবি দেখেই টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ওজন কমানোর ব্যাপারে মনস্থ হন। হিটম্যানের ডেডিকেশনে মুগ্ধ প্রাক্তন কোচ।
টিম ইন্ডিয়া যখন ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে, তখন প্রাক্তন কোচ অভিষেক নায়ারের কাছে ট্রেনিং করতেন রোহিত শর্মা। সেই অনুশীলনের ছবি মাঝেমাঝেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। হিটম্যান নিজে সেই ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে দেখা গিয়েছিল একেবারে মেদহীন রোহিতকে। কোন ম্যাজিকে এমন ‘অসম্ভব’কে এত কম সময়ে সম্ভব করেছিলেন হিটম্যান?
সম্প্রচারকারী চ্যানেলে অভিষেক নায়ার বলছেন, “যখন অস্ট্রেলিয়া সিরিজের ১২ সপ্তাহ বাকি, সেই সময় থেকে আমরা এ ব্যাপারে কাজ শুরু করেছিলাম। চিন্তাভাবনা ছিল ভিন্ন কিছু করার। আমাদের হাতে কিছুটা সময় ছিল। তাই ওজন কমিয়ে ফিটনেস বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। ওর শারীরিক গঠনের কথাও ভেবেছিলাম। রোহিত এ ব্যাপারে কী ভাবছে, আয়নার সামনে দাঁড়ালে ওর কী মনে হচ্ছে, এই বিষয়গুলোও মাথায় রাখতে হয়েছিল। এখন রোহিত অনেক ফিট। আগের থেকে অনেক স্বাচ্ছন্দ্য।”
নায়ার আরও বলেন, “ওর ওজন বেড়ে যাওয়ায় অনেকে অনেক কথা বলেছিল। কিছুদিন আগে বিমানবন্দরে যে ছবি ভাইরাল হয়েছিল, তা দেখে বোঝা যাবে কতটা পরিশ্রম করেছে। নিজেকে অনেক বদলে ফেলেছে। নিজের ফিটনেস নিয়ে এখন অনেক বেশি সচেতন রোহিত।” উল্লেখ্য, সম্প্রতি মুম্বই বিমানবন্দরে তাঁকে কালো পোশাকে দেখা গিয়েছিল। ছিপছিপে চেহারার রোহিতকে দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন।
৯৫ কেজি থেকে ২০ কেজি ওজন কমিয়ে রোহিতের ওজন এখন ৭৫ কেজি। ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্প্রতি রোহিতের ডায়েট চার্টও প্রকাশ্যে আনে। এর জন্য প্রিয় ভাত-ডাল, বড়া পাও, বাটার চিকেন, বিরিয়ানির মায়া ত্যাগ করে পুষ্টিবিদের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করেছেন রোহিত। কার্বোহাইড্রেট, ভাজা খাবার এবং ক্যালোরি সমৃদ্ধ খাবারের থেকে মুখ ফেরাতে হয়েছে তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.