Advertisement
Advertisement

Breaking News

Ravichandran Ashwin

এবার বিদেশি লিগে খেলবেন? আইপিএল থেকে অবসরের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য অশ্বিনের

কেন আইপিএল থেকে অবসর নিলেন তিনি?

Will he play in a foreign league this time? Ravichandran Ashwin's suggestive comments after retiring from IPL

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 29, 2025 12:09 pm
  • Updated:August 29, 2025 12:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আগেই। সদ্য আইপিএল থেকেও অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বুধবার (২৭ আগস্ট) সকালে সোশাল মিডিয়ায় পোস্ট করে এ কথা জানিয়েছেন তিনি। অবসরের পর কী করবেন দক্ষিণী স্পিনার? কিন্তু কেন আইপিএল থেকে অবসর নিলেন তিনি? এবার কি তবে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ব্যাপারে ভাবছেন অশ্বিন? এ ব্যাপারে নীরবতা ভেঙেছেন দক্ষিণী এই স্পিনার।

Advertisement

অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে অবসর প্রসঙ্গে বলেন, “আগামী বছর আইপিএল খেলতে পারব কি না, তা নিয়ে ভেবেছিলাম। আইপিএল শেষ হয়েছে তিন মাস হল। এরপর ক্রিকেটের মধ্যে নেই। এই সময়টা আমার জন্য খুবই ক্লান্তিকর। এমএস ধোনির মতো ক্রিকেটারকে দেখে অবাক হয়ে যাই। এত বছর ধরে কীভাবে খেলতে পারছে! বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আইপিএলের মতো প্রতিযোগিতা খেলা কঠিন হয়ে যায়। বহু জায়গায় ঘুরে ঘুরে ক্রমাগত ম্যাচ খেলতে হয়। যা বেশ শক্ত একটা ব্যাপার।” উল্লেখ্য, আইপিএলে ১৮৭ উইকেট রয়েছে তাঁর।

প্রশ্ন হল, অশ্বিন কি বিদেশি লিগে খেলবেন? জল্পনা রয়েছে, অশ্বিনের পরবর্তী গন্তব্য হতে পারে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগ। যদিও এ বিষয়ে অশ্বিনের পক্ষ থেকে সরাসরি এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও এ ব্যাপারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। অশ্বিনের কথায়, “জীবনে কোনও অনুশোচনা রাখতে চাই না। অবশ্যই ক্রিকেট খেলব। আমার কাছে ক্রিকেট একটি দুর্দান্ত আনন্দের উৎস।”

ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগের খেলার ব্যাপারে কঠোর নীতিমালা রয়েছে বিসিসিআইয়ের। কোনও সক্রিয় ক্রিকেটার (যাঁরা অবসর নেননি) বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন না। গত বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অশ্বিন। এবার আইপিএল থেকেও অবসর নিলেন অশ্বিন। সুতরাং, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ব্যাপারে কোনও বাধা থাকবে না তাঁর। সম্প্রতি দীনেশ কার্তিক বিদেশি ফ্যাঞ্চাইজি লিগে খেলে নজির গড়েছেন তাঁকে SA20-তে পার্ল রয়্যালসের হয়ে খেলতে দেখা গিয়েছে। এবার অশ্বিনকেও এই ভূমিকায় দেখা যাবে কি না, তা সময়ই বলবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ