বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিন কঠিন চ্যালেঞ্জের সামনে ভারত। চতুর্থ দিনের শেষে ২৮০ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। ভারতের হাতে আরও ৭ উইকেট। ম্যাচে ফিরতে হলে পঞ্চম দিন দুর্দান্ত ব্যাট করতে হবে কোহলিদের। চতুর্থ দিনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট ।
রাত ১০টা ৩০: চতুর্থ দিনের খেলা শেষ। ভারতের স্কোর ৩ উইকেটের বিনিময়ে ১৬৪। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি (৪৪) এবং রাহানে (২০)। জয়ের জন্য আরও ২৮০ রান প্রয়োজন ভারতের।
Stumps called with Kohli, Rahane keeping India in the hunt! 👊
Follow the Final 👉
— ICC (@ICC)
৩৫ ওভারে ১৫০ পেরল ভারত। জুটি বেঁধে এগোনোর চেষ্টা করছেন কোহলি এবং রাহানে।
৩০ ওভার শেষ ভারতের স্কোর ৩ উইকেটে ১২৮। জয়ের জন্য দরকার আরও ৩২০ রান।
২৫ ওভার শেষ ভারতের স্কোর ৩ উইকেটে ১১০ রান। ক্রিজে রয়েছেন রাহানে এবং কোহলি।
ওভার ২২.৪ ১০০ রানের গণ্ডি পেরোল ভারত। আপাতত ক্রিজে বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে।
ওভার ২০.৪ রোহিতের পর প্যাভিলিয়নে ফিরলেন পূজারাও। পরপর দুই উইকেট খুইয়ে প্রবল চাপে ভারত।
ওভার ১৯.৫ ৪৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন অধিনায়ক রোহিত। ভারতের স্কোর ২ উইকেটে ৯২। নাথান লিওঁর বলে LBW হয়ে ফিরলেন ভারত অধিনায়ক। প্রবল চাপে টিম ইন্ডিয়া।
ওভার ১৪.৫ এখনও দ্রুত গতিতেই এগোচ্ছে ভারত। ১৫ ওভার শেষে রান ১ উইকেটে ৭৬
ওভার ৯.৬ ১০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৬০ রান।
রাত ৮টা: চা বিরতির পর খেলা শুরু। গিলের জায়গায় ব্যাট করতে এলেন পূজারা।
গিলের উইকেটের পরই চা বিরতির সিদ্ধান্ত আম্পায়ারদের। ভারতের স্কোর ১ উইকেটে ৪১ রান।
ওভার ৭.১ ৪৪৪ রান তাড়া করতে নেমে প্রথম ধাক্কা ভারতের। ১৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ফর্মে থাকা শুভমন গিল। বোল্যান্ডের বলে গ্রিনকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। যদিও শুভমনের ক্যাচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
ওভার ৪.৬ পাঁচ ওভারে ভারতের স্কোর ০ উইকেটে ২৪ রান। দ্রুত গতিতে শুরু রোহিতদের।
সন্ধে ৬টা ৫৮: শুরু ভারতের দ্বিতীয় ইনিংস। দ্বিতীয় বলেই চার মারলেন রোহিত।
কামিন্সের উইকেটের পরই ইনিংস ডিক্লেয়ার করল অস্ট্রেলিয়া। জয়ের জন্য ভারতের টার্গেট ৪৪৪ রান।
India have a stiff target to chase down to win the title 😮
Follow the Final 👉
— ICC (@ICC)
৮৪.৩ আউট প্যাট কামিন্স। কামিন্সের উইকেট নিলেন শামি। অজিদের স্কোর ২৭০-৮।
৮২.৬ ওভার ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নিলেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার সপ্তম উইকেটটি তুলে নিলেন শামি।
ওভার ৮১.৬ বাড়ছে অস্ট্রেলিয়ার লিড। দ্বিতীয় ইনিংসে অজিদের স্কোর ২৫২-৬। লিড বেড়ে ৪২৫।
ওভার ৭৮.৩ অস্ট্রেলিয়ার লিড ৪০০ পেরল। দ্বিতীয় ইনিংসে অজিদের স্কোর ৬ উইকেটে ২২৯।
ওভার ৭৬.১ দুর্দান্ত অর্ধশতরান করলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স কেরির।
ওভার ৭১.৬ লাঞ্চের পর মারকুটে শুরু অজিদের। লিড পেরল ৩৮০রানের গণ্ডি।
বিকেল ৫টা: চতুর্থ দিনের মধ্যাহ্নভোজ।
অজিদের স্কোর ২০১-৬, লিড ৩৭৪ রান।
Australia are setting up a massive target as lunch on Day 4 arrives 🍴
Follow the Final 👉
— ICC (@ICC)
ওভার ৬৮.৬ দ্বিতীয় ইনিংসে ২০০ রানে পৌঁছল অস্ট্রেলিয়া। ক্রিজে রয়েছেন কেরি এবং স্টার্ক।
ওভার ৬৪.৪ গ্রিন আউট হওয়ার পরই রানের গতি বাড়াচ্ছে অজিরা। লিড পেরোল ৩৫০ রানের গণ্ডি।
ওভার ৬২.৬ অস্ট্রেলিয়াকে দিনের দ্বিতীয় ধাক্কা দিলেন জাদেজা। এবার জাড্ডুর বলে বোল্ড হয়ে ফিরলেন ক্যামেরুন গ্রিন। অস্ট্রেলিয়ার স্কোর ১৭১-৬।
ওভার ৫৫.৬ অস্ট্রেলিয়ার স্কোর ১৪৮-৫। প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছেন গ্রিন এবং কেরি। অস্ট্রেলিয়ার লিড ৩২১ রানের।
ওভার ৪৬.৪ উমেশ যাদবের বলে আউট লাবুশানে। ম্যাচে ফেরা শুরু ভারতের। ৪১ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফরলেন লাবুশানে। অস্ট্রেলিয়া ১২৪-৫।
India get the early wicket, but Australia’s lead is swelling as teams break for drinks 🍹
Follow the Final 👉
— ICC (@ICC)
দুপুর ৩টে: চতুর্থ দিনের প্রথম বল গড়াল। বল হাতে দিন শুরু করলেন উমেশ যাদব।
প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের নিয়ে রীতিমতো পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়া। যার সৌজন্যে স্কোরবোর্ডের বিরাট রান তুলে নেন ওয়ার্নাররা। আবার ব্যাটিংয়েও জ্বলে উঠতে পারেনি ভারত। কামিন্সের দুর্দান্ত ছন্দের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিন শুরুতেই চাপে পড়ে যায় ভারতীয় মিডল অর্ডার। তবে চাপের পরিস্থিতিতেও দুরন্ত লড়াই চালিয়ে যান রাহানে এবং শার্দূল। তাঁদের দুর্দান্ত পার্টনারশিপেই ফলোঅনের হাত থেকে বাঁচে ভারত। তবে দিনের শেষে বল হাতে ভাল পারফর্ম করে ম্যাচে এখনও কোনওক্রম ভেসে আছে ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.