Advertisement
Advertisement

Breaking News

WTC Final

WTC ফাইনালে প্রোটিয়াদের ‘চোকার্স’ বলে স্লেজিং অস্ট্রেলিয়ার! কীভাবে জবাব দিলেন বাভুমারা?

ম্যাচ হাতছাড়া বুঝতেই ফিরল 'পুরনো অস্ট্রেলিয়া'?

WTC Final: Temba Bavuma said Australia used 'Choke' word while sledging South Africa
Published by: Arpan Das
  • Posted:June 15, 2025 10:45 am
  • Updated:June 15, 2025 10:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ বছর পর ঘুচেছে ‘চোকার্স’ তকমা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে ‘শাপমুক্তি’ দক্ষিণ আফ্রিকার। যদিও ফাইনালেও এই কটাক্ষ তাড়া করেছে প্রোটিয়াদের। আর সেটা এসেছিল অস্ট্রেলিয়া দলের থেকেই। চ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা জানালেন, কীভাবে তাদের স্লেজিং করা হয়েছিল।

এমনিতেও স্লেজিং নিয়ে যথেষ্ট ‘সুখ্যাতি’ রয়েছে অস্ট্রেলিয়ার। যদিও সাম্প্রতিক সময়ে সেটা অনেক কমেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার আশা ক্ষীণ হতেই কি সেই পুরনো পন্থা নিল অজিরা? আইডেন মার্করামের সেঞ্চুরি ও টেম্বা বাভুমার হাফসেঞ্চুরিতে রীতিমতো নাভিশ্বাস ওঠে অস্ট্রেলিয়ার পেস ব্যাটারির।

ম্যাচের পর অধিনায়ক বাভুমা বলেন, “আমরা যখন ব্যাট করছিলাম, তখন শুনতে পাচ্ছিলাম অজিরা ‘চোক’ শব্দটা ব্যবহার করছিল।” তবে তাতে বিশেষ লাভ হয়নি। জবাবটা ব্যাট দিয়েই দেয় বাভুমারা। শেষ পর্যন্ত ৫ উইকেটে জেতে দক্ষিণ আফ্রিকা। সমালোচকদের একহাত নিয়ে বাভুমা আরও বলেন, “আমরা যেভাবে ফাইনালে উঠেছি, তাতে অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন। আর আজকের এই জয় সেগুলোকে মুছে দিল। দল হিসেবে আমরা এটা জিততে চেয়ছিলাম, সেই তাগিদটাও ছিল। আমরা বারবার দরজায় কড়া নাড়ছিলাম। আগের প্লেয়ারদের অনেক হৃদয়ভঙ্গের যন্ত্রণা দেখতে হয়েছে। এবার সূর্যোদয় হল। আশা করি, এটা দিয়েই আমাদের সাফল্যের সূত্রপাত হল।”

অন্যদিকে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ কান্নাভেজা গলায় বলেন, “আর কোনও দিন ওই শব্দটা শুনতে হবে না। এই শব্দটার বোঝা থেকে বেরনোই এই দলটার সবচেয়ে বড় সাফল্য। অতীতে আমাদের নিয়ে যত প্রশ্ন উঠেছে, তার সব উত্তর দিলাম আমরা।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement