সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দাপট অব্যাহত। সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে তিনজন সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এবার দ্বিতীয় টেস্টে ক্যারিবীয় বোলারদের কচুকাটা করে শতরান পূরণ করলেন যশস্বী জয়সওয়াল। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তরুণ ভারতীয় ওপেনার। অন্যদিকে হাফসেঞ্চুরি এসেছে সাই সুদর্শনের ব্যাট থেকেও। চা পানের বিরতিতে ক্রিজে রয়েছেন এই দুই ব্যাটার, সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে।
২০২৩ সালে অ্যাওয়ে সিরিজে ক্যারিবীয় ব্রিগেডের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেন যশস্বী। তারপর আরও পাঁচটি সেঞ্চুরি করেছেন লাল বলের ক্রিকেটে। চলতি বছরের ইংল্যান্ড সিরিজেও ওভাল টেস্টে তিনি সেঞ্চুরি করেছেন যশস্বী। তবে আহমেদাবাদ টেস্টে ভালো শুরু করেও বড় রান হাতছাড়া হয়েছে তরুণ ওপেনারের। তাই দিল্লি টেস্টের শুরু থেকেই ধৈর্য্য ধরে ইনিংস সাজিয়েছেন। স্বাভাবিক আগ্রাসন নয়, একেবারে মন্থর গতিতে একটা একটা করে রান নিয়েছেন।
এদিন হাফসেঞ্চুরি করতে ৮২ বল খেলেন যশস্বী। কিন্তু প্রথম সেশনে কে এল রাহুলের উইকেট পড়ার পর থেকে খানিকটা দ্রুত গতিতে রান তোলার চেষ্টা শুরু করেন তিনি। মধ্যাহ্নভোজের বিরতির পর বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি পূরণ করেন। তারপর থেকেই চেনা মেজাজে ঝোড়ো ব্যাটিং শুরু যশস্বীর। হাফসেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে মাত্র ৬৩ বল নেন তিনি। জাতীয় দলের জার্সিতে সপ্তম সেঞ্চুরি হাঁকালেন এদিন। বিশ্লেষকদের মতে, ক্রিকেটার হিসাবে কতখানি পরিণত হয়েছেন যশস্বী, এদিনের সেঞ্চুরিই তার প্রমাণ।
যশস্বীর পাশাপাশি এদিন দুরন্ত ব্যাটিং আরেক তরুণ তুর্কি সাই সুদর্শনেরও। চাপানের আগেই হাফসেঞ্চুরি পূরণ করেন। তাঁদের পার্টনারশিপে ১০০রও বেশি রান ওঠে। দ্বিতীয় সেশনে ভারতের একটাও উইকেট ফেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। চাপানের বিরতির সময়ে এক উইকেট হারিয়ে ভারতের স্কোর ২২০ রান। ১১১ রানে ব্যাট করছেন যশস্বী, সঙ্গী সুদর্শনের স্কোর ৭১।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.