ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হয়নি এখনও। চলতি মাসের শেষের দিকে বিশ্বকাপের দল ঘোষণা হবে বলেই মনে করা হয়েছে। জামাইকান স্প্রিন্টার ইয়োহান ব্লেক (Yohan Blake) মনে করছেন, ভারতের তিনটি দল পাঠানো উচিত টি-টোয়েন্টি বিশ্বকাপে।
উসেইন বোল্টের স্প্রিন্ট পার্টনার ছিলেন ইযোহান ব্লেক। অলিম্পিকে সোনাও জেতেন তিনি। সেই জামাইকান স্প্রিন্টার আইপিএল দেখেন। ভারতের ক্রিকেটের ভক্ত তিনি। ইয়োহান ব্লেক সোশাল মিডিয়ায় ভারতের দল নিয়ে লেখেন, ”ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) দলগঠন অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং মনে হচ্ছে। ভারতে প্রতিভার অভাব নেই। ভারতে এত প্রতিভা দেখে মনে হচ্ছে বিশ্বকাপে তিনটি দল ওরা পাঠাবে।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ৫ জুন নিউ ইয়র্কে ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে। ৯ জুন ভারত ও পাকিস্তানের সেই হাই টেনশনের ম্যাচ। সেই ম্যাচও হবে নিউ ইয়র্কে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ ১২ জুন। ১৫ জুন গ্রুপের শেষ ম্যাচ কানাডার সঙ্গে।
Currently, it is incredibly challenging to select the Indian T20 World Cup team due to the immense talent pool available. There are so many talented Indian players that it seems like they could potentially send three teams to the World Cup.
— Yohan Blake (@YohanBlake)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.