Advertisement
Advertisement

Breaking News

Shivam Kumar

হাল ছেড়ো না… দু’হাত ছাড়াই বাইশ গজে ঝড় শিবমের, রোহিতের অন্ধভক্ত চান দেশের হয়ে খেলতে

উত্তরপ্রদেশের শিবম কুমার মাঠে নামলেই চেষ্টা করেন হিটম্যানের মতো পুল শট মারতে।

Young Cricketer named Shivam Kumar without hands defies odds, dreams of meeting Rohit Sharma
Published by: Arpan Das
  • Posted:April 22, 2025 7:06 pm
  • Updated:April 22, 2025 7:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, ইচ্ছাশক্তি থাকলে পাহাড়ও ডিঙোনো যায়। হতে পারে তাঁর কোনও শারীরিক সমস্যা আছে। হতেই পারে, জন্ম থেকে তাঁর দুটি হাত নেই। কিন্তু স্বপ্ন দেখতে জানলে কোনও কিছুই বাধা নয়। জীবনে যত প্রতিবন্ধকতা আসুক না কেন, নিজের স্বপ্নের প্রতি ভালোবাসা ও ভিতরের আগুনটাকে বাঁচিয়ে রাখার জেদ থাকে, তাহলে কোনও কিছুই স্বপ্ন নয়। সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন উত্তরপ্রদেশের শিবম কুমার। তাঁর আদর্শের নাম রোহিত শর্মা। দু’হাত ছাড়াই ভারতীয় দলের জার্সিতে খেলতে চান শিবম।

Advertisement

খুব ছোটবেলাতেই বুঝতে পেরেছিলেন, আশেপাশের মানুষের থেকে তিনি আলাদা। দুটি হাত নেই। যাকে স্বাভাবিক জীবনযাত্রা বলা হয়, সেই রাস্তাও তো খাতায়-কলমে বন্ধ। কিন্তু দুনিয়া কী বলল, তাতে কী যায়ে আসে? ভালোবেসে আঁকড়ে ধরেছিলেন ক্রিকেটকে। ক্রমে উত্তরপ্রদেশের সাহারানপুরের বোরিবান গ্রামের যুবকটির একমাত্র ধ্যানজ্ঞান হয়ে উঠেছিল ক্রিকেট। প্রথমে মাঠের বাইরে বসে শুধুই দেখা। কিন্তু একদিন সাহস করে নিজের হাতেই ব্যাট তুলে নিলেন। লোকচক্ষুর আড়ালে বাড়িতেই চলল সাধনা।

একদিন সাহস করে বাকিদের কাছে বলেই ফেললেন ক্রিকেট খেলার কথা। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি। কেনই বা বিশ্বাস করবে? যার দুটি হাত নেই, সে কীভাবে ক্রিকেট খেলবে? কিন্তু যখন শিবম মাঠে নামলেন, তখন বাকিদের চক্ষু ছানাবড়া! একবার কী ঘটল, ম্যাচ জিততে শেষ ওভারে ২৮ রান দরকার। না, শিবমের দল ম্যাচ জিততে পারেনি। কিন্তু শিবম করেছিলেন ২৩ রান। তারপর আর কোথাও থামতে হয়নি। ক্রিকেটের কিট কেনা হল। একের পর এক টুর্নামেন্টও খেললেন। হাত ছাড়াই অসাধারণ ক্যাচও নিয়েছেন। দু’হাতের সামান্য অংশকে ব্যবহার ব্যাটের গ্রিপকে বগলদাবা করেই দৌরাত্ম্য তাঁর।

মেন ইন ব্লু মাঠে নামলে টিভির সামনে বসে পড়েন শিবম। রোহিত শর্মার অন্ধভক্ত তিনি। খেলতে নামলে চেষ্টা করেন হিটম্যানের মতো পুলশট মারতে। রোহিতই তাঁর অনুপ্রেরণা, রোহিতই তাঁর শক্তি। স্বপ্ন দেখেন, একদিন ভারত অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ হবে। সেই দিনও হয়তো খুব বেশি দূরে নেই। স্বপ্ন দেখুন শিবম। স্বপ্ন দেখাতে থাকুন। ‘হাল ছেড়ো না বন্ধু’। আপনার অভিধানে অসম্ভব বলে কোনও শব্দ নেই। থাকতে পারে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ