Advertisement
Advertisement

Breaking News

Yuvraj Singh

‘ইংল্যান্ড সিরিজকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল গিল’, ভারত অধিনায়কের ফর্মে তৃপ্ত ‘গুরু’ যুবরাজ

শুভমানকে একটা সময় ট্রেনিং করাতেন যুবরাজ।

Yuvraj Singh praises Shubman Gill's batting ability
Published by: Subhajit Mandal
  • Posted:July 10, 2025 1:05 pm
  • Updated:July 10, 2025 2:15 pm  

দেবাশিস সেন, লন্ডন: শুভমান গিলের ক্রিকেটীয় কেরিয়ারের বড় একটা ভূমিকা রয়েছে যুবরাজ সিংয়ের। এখন যেমন অভিষেক শর্মাকে নিয়ে আলাদা করে ট্রেনিং করান, বছর কয়েক আগে  গিলকে নিয়েও ঠিক সেভাবেই পড়েছিলেন যুবরাজ। পাঞ্জাব টিমে খেলার সময় থেকেই যুবরাজের বিশেষ ক্লাসে যেতেন গিল। ফলে ইংল্যান্ড সিরিজে গিলের দাপট তৃপ্তি দিচ্ছে যুবরাজকে।

Advertisement

ভারতের প্রাক্তন তারকার একটা ক্যান্সার ফাউন্ডেশন রয়েছে। লন্ডনে সেই ফাউন্ডেশনের অনুষ্ঠানে ভারতীয় টিমের অনেককেই দেখা গেল। ছিলেন ক্রিকেটের দুই কিংবদন্তি শচীন তেণ্ডুলকর এবং ব্রায়ান লারা। সেখানেই গিলকে প্রশংসায় ভরিয়ে দিলেন যুবরাজ। ইংল্যান্ড সিরিজেই টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় গিলের। লিডসে প্রথম টেস্টে হারলেও এজবাস্টনে দুর্দান্ত কামব্যাক করেছে টিম। শুভমান নিজেও আগুনে ফর্মে রয়েছেন। প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন।

যুবরাজ বলছিলেন, “একজন সিনিয়র, দাদা হিসেবে আমি প্রচণ্ড গর্বিত। গিল দুর্ধর্ষ খেলছে। শুভমানের বাবা, ওর পরিবারের জন্য ভীষণ খুশি। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজটা ওর কাছে চ্যালেঞ্জ ছিল। শুভমান নিজেও চ্যালেঞ্জ হিসেবে এই সিরিজকে দেখছিল। যা ব্যাটিং করল, এককথায় দুর্দান্ত। আশা করব, সিরিজের বাকি ম্যাচগুলোতেও একইভাবে পারফর্ম করবে শুভমান। আর ভারতও টেস্ট জিতবে।”

এজবাস্টনকে ইংল্যান্ডের দুর্গ বলা হত। ভারতীয় টিম এর আগে কখনও টেস্ট জিততে পারেনি এজবাস্টনে। শুভমানরা সেই মিথ ভেঙে দিয়েছেন। লর্ডসে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্টের যুদ্ধ। নিঃসন্দেহে মানসিকভাবে ভারতীয় টিম অনেক এগিয়ে থেকেই সেই যুদ্ধে নামবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement