Advertisement
Advertisement

Breaking News

Ballon d’Or 2025 nominees list

টানা দ্বিতীয়বার ব্যালন ডি’অরের দৌড়ে নেই মেসি-রোনাল্ডো, লড়াইয়ে ইয়ামাল-এমবাপেরা

বিশ্ব ফুটবলে নয়া যুগের সূচনা!

Ballon d’Or 2025 nominees list: No Messi and Ronaldo
Published by: Subhajit Mandal
  • Posted:August 8, 2025 9:59 am
  • Updated:August 8, 2025 12:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ফুটবলে নয়া যুগের সূচনা! পর পর দু’বছর ব্যালন ডি’অরের তালিকায় নাম নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির। বদলে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে উঠে এলেন কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামাল, ওসুমানে ডেম্বেলে, মহম্মদ সালাহরা।

Advertisement

গত ২০ বছর ধরে বিশ্ব ফুটবলকে শাসন করেছেন তাঁরা। দুই মহারথীর দ্বৈরথ দেখতে আজও মুখিয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। এবার সেই যুগের অবসান হতে চলেছে। সেরকমই ইঙ্গিত মিলল ব্যালন ডি’অর তালিকায়। কারণ লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই ব্যালন ডি’অরের ৩০ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হল। যার অর্থ ২০২৫ সালে সেরা ফুটবলারের শিরোপা উঠবে না এলএমটেন বা সিআর সেভেনের হাতে। তবে এই প্রথম নয়। এর আগে ২০২৪ সালেও ব্যালন ডি’অর তালিকায় নাম ছিল না দুই মহারথীর। অর্থাৎ পরপর দুই মরশুম বিশ্বসেরার দৌড়ে নেই দুই মহারথী।

উল্লেখ্য, ২০০৪ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রত্যেকবার ব্যালন ডি’অরের মনোনয়ন পেয়েছেন রোনাল্ডো। তার মধ্যে পাঁচবার জিতেছেন। অন্যদিকে ২০০৬ সাল থেকে ২০২৩ পর্যন্ত মনোনয়ন ছিল মেসির। তাঁর দখলে রয়েছে ৮টি ব্যালন ডি’অর। এই নিয়ে দ্বিতীয়বার দুই মহাতারকাকে বাদ দিয়েই প্রকাশিত হল ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকা। দুই মহারথীর সম্ভাব্য উত্তরসূরি যাঁদের ভাবা হচ্ছে সেই লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপে, এরলিং হ্যাল্যান্ডরা অবশ্য লড়াইয়ে রয়েছেন। সেই সঙ্গে লড়াইয়ে রয়েছেন গত মরশুমে দুর্দান্ত পারফর্ম করা ওসুমানে ডেম্বেলে, কোল পালমাররা।

ব্যালন ডি’অর প্রাথমিক তালিকা:

ওসুমানে ডেম্বেলে (পিএসজি ও ফ্রান্স)
জিয়ানলুইগি ডোনারুমা (পিএসজি ও ইতালি)
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড)
ডেজায়ার ডু (পিএসজি ও ফ্রান্স)
ডেনজেল ডামফ্রিজ (ইন্টার মিলান ও নেদারল্যান্ডস)
সেরহাউ গুইরাসি (বরুশিয়া ডর্টমুন্ড এবং গিনি)
এরলিং হ্যাল্যান্ড (ম্যান সিটি এবং নরওয়ে)
ভিক্টর জিওকেরেস (আর্সেনাল ও সুইডেন)
আচরাফ হাকিমি (পিএসজি ও মরক্কো)
হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড)
খিভুচা কভার্তস্খিলা (পিএসজি ও জর্জিয়া)
রবার্ট লেওয়নডস্কি (বার্সেলোনা ও পোল্যান্ড)
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল ও আর্জেন্টিনা)
লাউটারো মার্টিনেজ (ইন্টার মিলান ও আর্জেন্টিনা)
স্কট ম্যাকটোমিনে (নাপোলি ও স্কটল্যান্ড)
কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স)
নুনো মেন্ডেজ (পিএসজি ও পর্তুগাল)
জোয়াও নেভেস (পিএসজি ও পর্তুগাল)
পেদ্রি (বার্সেলোনা ও স্পেন)
কোল পালমার (চেলসি ও ইংল্যান্ড)
মাইকেল ওলিস (বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স)
রাফিনহা (বার্সেলোনা ও ব্রাজিল)
ডেক্লান রাইস (আর্সেনাল ও ইংল্যান্ড)
ফ্যাবিয়ান রুইজ (পিএসজি ও স্পেন)
ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল ও নেদারল্যান্ডস)
ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল)
মহম্মদ সালাহ (লিভারপুল ও মিশর)
ফ্লোরিয়ান উইর্টজ (লিভারপুল ও জার্মানি)
ভিতিনহা (পিএসজি ও পর্তুগাল)
লামিন ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন)

সেরা ক্লাবের তালিকা: 

এফসি বার্সেলোনা
বোটাফোগো
চেলসি
লিভারপুল
পিএসজি

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ