সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বে আগুনে ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালকে ২০২৬-র বিশ্বকাপের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি কেরিয়ারে ১০০০ গোলের দিকে আরও খানিকটা এগিয়ে গেলেন সিআর৭। তবে তিনি জোড়া গোলে নজির গড়লেও হাঙ্গেরির কাছে আটকে গেল পর্তুগাল। অন্যদিকে লাটভিয়াকে উড়িয়ে বিশ্বকাপের টিকিট অর্জন করে ফেলল ইংল্যান্ড। ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা জিতলেও গোল পেলেন না লিওনেল মেসি। তবে অ্যাসিস্টের রেকর্ড গড়লেন।
ইউরোপের বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের এফ গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল। হাঙ্গেরিকে হারিয়ে ৪ ম্যাচে তাদের পয়েন্ট ১০। ফলে টিকিট অর্জন থেকে খুব বেশি দূরে নয় ২০২৪-২৫ নেশনস লিগ বিজয়ীরা। তবে ঘরের মাঠে প্রথমে পিছিয়ে পড়েছিল পর্তুগাল। ৮ মিনিটে হাঙ্গেরিকে এগিয়ে দেন আত্তিলা সালাই। তারপরই শুরু হয় রোনাল্ডো ম্যাজিক। ২২ মিনিটে নেলসন সেমেদোর পাস থেকে গোল করে যান পর্তুগিজ কিংবদন্তি। প্রথমার্ধের সংযুক্তি সময়ে নুনো মেন্দেসের ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান বাড়ান তিনি। তবে ম্যাচের একেবারে শেষ মিনিটে ডমিনিক সবোজলাইয়ের গোলে সমতা ফেরায় হাঙ্গেরি।
জোড়া গোলের ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের রোনাল্ডোর গোল সংখ্যা দাঁড়াল ৪১। গুয়াতেমালার কার্লোস রুইজকে (৩৯) টপকে সবচেয়ে বেশি গোল রোনাল্ডোরই। আর্জেন্টিনার লিওনেল মেসির গোল ৩৬। সব মিলিয়ে রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়াল ৯৪৭। ফর্ম ও ফিটনেস নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই, তা স্পষ্ট করে দিলেন। ফলে ১০০০ গোলও খুব বেশি দূরে নেই বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে ফ্রেন্ডলি ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারাল আর্জেন্টিনা। নীল-সাদা জার্সিধারীরা ইতিমধ্যে বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গিয়েছে। তবে মেসিকে রেখে দল সাজালেও গোল পাননি তিনি। জোড়া গোল ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্তিনেজের। একটি গোল গঞ্জালো মন্তিয়েলের, আরেকটি আত্মঘাতী। তবে মেসি দুটি অ্যাসিস্ট করেছেন। যার ফলে আর্জেন্টিনার জার্সিতে মেসির মোট অ্যাসিস্ট হল ৬০। আন্তর্জাতিক ফুটবলে তাঁর নামেই এখন সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড।
ইউরোপ থেকে বিশ্বকাপের টিকিট হাতে পেয়ে গেল ইংল্যান্ড। হ্যারি কেনের জোড়া গোলে লাটভিয়াকে ৫ গোলে হারাল থ্রি লায়ন্সরা। একটি করে গোল অ্যান্থনি গর্ডন, এবেরেচি এজের, আরেকটি আত্মঘাতী। এছাড়া বিশ্বকাপের ছাড়পত্র পেল দক্ষিণ আফ্রিকা, কাতার, সৌদি আরব, আইভরি কোস্ট ও সেনেগাল। সব মিলিয়ে ২৮টি দল বিশ্বকাপের টিকিট পেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.