Advertisement
Advertisement
Cristiano Ronaldo

প্রথম ফুটবলার হিসাবে বিশ্বরেকর্ড গড়েও দলকে ট্রফি দিতে ব্যর্থ, চোখে জল রোনাল্ডোর

অবিশ্বাস্য ওই রেকর্ডের দিনও একরাশ হতাশাই সঙ্গী হল সিআর সেভেনের।

Cristiano Ronaldo scores 100th goal for Al-Nassr but loses Saudi Super Cup final on penalties
Published by: Subhajit Mandal
  • Posted:August 24, 2025 10:16 am
  • Updated:August 24, 2025 10:16 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। গুচ্ছ গুচ্ছ রেকর্ড তাঁর নামের পাশে। কিন্তু গত বছর তিনেক যে অধরা মাধুরীর খোঁজ তিনি করছেন, সেটা অধরাই রয়ে গেল। সৌদির ক্লাব আল নাসেরকে প্রথম ট্রফি এখনও দিতে পারলেন না সিআর সেভেন। শনিবার ব্যক্তিগতভাবে ফুটবলের ইতিহাসে নাম লেখালেও সৌদির ক্লাবের জার্সিতে প্রথম ট্রফি জয়ের স্বপ্নপূরণ হল না রোনাল্ডোর।

Advertisement

শনিবার হংকং স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির মুখোমুখি হয়েছিল আল নাসের। ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো। এটি আল নাসেরের জার্সিতে তাঁর শততম গোল। প্রথম ফুটবলার হিসাবে চারটি আলাদা আলাদা ক্লাবের জার্সিতে ১০০ গোল করার নজির গড়লেন সিআর সেভেন। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ এবং জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেছেন তিনি। রোনাল্ডোর আগে আর কোনও ফুটবলার চার ক্লাবের হয়ে শতাধিক গোল করতে পারেননি। ইসিদ্রো লাঙ্গারা, রোমারিয়ো এবং নেইমারের তিন ক্লাবের হয়ে শতাধিক গোল করার রেকর্ড রয়েছে। এতদিন সেই তালিকায় ছিলেন রোনাল্ডোও। আল নাসেরের বিরুদ্ধে সেঞ্চুরি করে এলিট ক্লাবে নাম লিখিয়ে ফেললেন তিনি।

কিন্তু অবিশ্বাস্য ওই রেকর্ডের দিনও একরাশ হতাশাই সঙ্গী হল সিআর সেভেনের। রোনাল্ডোর গোল সত্ত্বেও আল আহলির বিরুদ্ধে সৌদি সুপার কাপের ফাইনালে পরাস্ত হতে হল আল নাসেরকে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। পেনাল্টি শুটআউটে ৩-৫ গোলে হেরে যায় আল নাসের। ফলে সৌদির ক্লাবের জার্সিতে প্রথম ট্রফি জয়ের স্বপ্নপুরণ হল না রোনাল্ডোর। এই নিয়ে তিন ফাইনালে হারলেন তিনি। হারের পর রীতিমতো বিধ্বস্ত দেখাচ্ছিল ক্রিশ্চিয়ানোকে। চোখের কোণে দু’ফোটা জলও দেখা গিয়েছে। হবে না-ই বা কেন, আল নাসেরকে ট্রফি দেওয়ার কম চেষ্টা করেননি তিনি। চল্লিশ পেরিয়েও ধারাবাহিকভাবে পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। কিন্তু সতীর্থদের ব্যর্থতা বারবার ভুগিয়েছে ক্রিশ্চিয়ানোকে। যেমনটা ভোগাল শনিবারও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ