পেত্রাতোস।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান জনতা আরও দুবছর ধরে ‘দিমি দিমি’ শব্দে মাতিয়ে তোলার সুযোগ পাবেন স্টেডিয়ামে। গতবারের ইন্ডিয়ান সুপার লিগের গোল্ডেন বুট জয়ী দিমি পেত্রাতোসকে আরও দুই মরশুমের জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল মোহনবাগান।
ভারতে খেলতে আসার পর নিজেকে ইতিমধ্যেই ঐতিহ্যের ক্লাবে প্রতিষ্ঠিত করেছেন এই অজি তারকা। গত মরশুমে ক্লাবের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ও লিগ শিল্ড জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন দিমি। যে জন্য ইতিমধ্যেই তিনি হয়ে উঠেছেন সবুজ-মেরুন জনতার হার্টথ্রব। নয়নের মণি।
হোসে মলিনার দলের অনুশীলন শুরু হলেও দিমি পেত্রাতোস (Dimitri Petratos) এখনও যোগ দেননি। পারিবারিক একটি অনুষ্ঠান শেষ করে সামনের সপ্তাহেই শহরে চলে আসবেন এই অজি তারকা।
নতুন চুক্তি সই করার পরে সোনার বয় জয়ী দিমি বলছেন, ”মোহনবাগান (Mohun Bagan) আমার উপরে আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। মোহনবাগানকে আরও ট্রফি দিতে চেষ্টা করব। এবার আমাদের দলের শক্তি গতবারের তুলনায় অনেক বেড়েছে। আমার দীর্ঘদিনের অস্ট্রেলীয় বন্ধু জেমি ম্যাকলারেন যোগ দিয়েছে দলে। আমরা দুজনে একসঙ্গে বহু ম্যাচ খেলেছি। সফলও হয়েছি। সেই রেশ বজায় রাখতে চাই ভারতেও। গ্রেগ স্টুয়ার্টের মতো ভারতের সফল ফুটবলারের যোগদানে দলের শক্তি বেড়েছে। রক্ষণের শক্তি বাড়াতে টম আলফ্রেড, আলবার্তো রদরিগেজের মতো ফুটবলার যোগ দিয়েছে। আপুইয়ার মতো সফল ও দুর্দান্ত ভারতীয় ফুটবলারকে দলে নিয়েছে ম্যানেজমেন্ট। ফলে আমাদের ট্রফি জেতার চ্যালেঞ্জও বেড়েছে। গতবারের মতোই একটা দল হিসেবে আমরা সফল হব, এই বিশ্বাস আমার আছে। সমর্থকদের আবেগ আমাদের প্রেরণা। এবারও তাদের সঙ্গে চাই। জয় মোহনবাগান।”
A gift for our neighbours on their special day 😎🥳
Catch all the action on 👉 📺
— Mohun Bagan Super Giant (@mohunbagansg)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.