Advertisement
Advertisement

Breaking News

Shilton Paul

ফের বাবা হলেন শিল্টন, তিন থেকে চার হল মোহনবাগানের ‘বাজপাখি’র পরিবার

২০২২ সালে প্রথমবার বাবা হন শিল্টন।

Ex Mohun Bagan Goalkeeper Shilton Paul become father for second time

ছবি: শিলটন পালের সোশাল মিডিয়া

Published by: Arpan Das
  • Posted:August 3, 2025 2:25 pm
  • Updated:August 3, 2025 2:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাবা হলেন প্রাক্তন গোলকিপার শিল্টন পাল। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শিল্টনের স্ত্রী সায়না। এর আগে ২০২২ সালে পুত্রসন্তান হয়েছিল মোহনবাগানের ‘বাজপাখি’র। এবার আরও বড় হল শিল্টন-সায়নার পরিবার।

Advertisement

২০২২-এর মে মাসে দুই থেকে তিন হন শিল্টন-সায়না। কোল আলো করে এসেছিল পুত্র রেহনাশ। বছর তিনেকের খুদেকে নিয়ে প্রায়ই আবেগঘন ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৩৭ বছর বয়সি প্রাক্তন ফুটবলার। এবার ফের খুশির খবর। তিন থেকে চার হলেন তাঁরা।

২০০৬-এ সবুজ-মেরুনের জার্সি গায়ে দেওয়ার পর ক্রমশ ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছিলেন তিনি। ছিলেন রক্ষণের শেষ প্রহরী, বিশ্বস্ত ‘বাজপাখি’। ২০১৪-১৫ মরশুমে অধিনায়কের আর্মব্যান্ডও ওঠে শিল্টনের হাতে। তবে শুধু বাংলায় নয়, খেলেছেন রাজ্যের বাইরেও। আই লিগের ক্লাব গোয়ার চার্চিল ব্রাদার্স ছাড়াও আইএসএলে চেন্নাইয়ান, এটিকে, কেরালা ব্লাস্টার্স দলেও ছিলেন তিনি। ২০২০-এ ভবানীপুর ক্লাবের হয়েও ভরসা জুগিয়েছেন তিনি। ২০২৪-এ গ্লাভসজোড়া তুলে রাখেন।

এখন অবশ্য আরও বড় দায়িত্ব শিল্টনের উপর। মোহনবাগানের যুব ফুটবল সচিব হয়েছেন শিল্টন। ২৯ জুলাই মোহনবাগান দিবসের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। তার পরপরই খুশির খবর শিল্টনের জীবনে।

২০১৯-এ বিয়ে হয় শিল্টন পাল ও সায়না মণ্ডলের। তাঁদের প্রেমকাহিনিও অনেকটা সিনেমার মতো। সায়নার মন পেতে ডার্বি জয় করতে হয়েছিল মোহনবাগানের ‘বাজপাখি’কে। ডার্বি সেরা হওয়ার চ্যালেঞ্জ নিয়েই সায়নার ফোন নম্বর পেতে হয়েছিল শিল্টনকে। তারপর চারহাত এক হয়। এবার তিন থেকে চার হল তাঁদের পরিবার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ