Advertisement
Advertisement

Breaking News

India Football Team

নজরে এসিএল ২, জাতীয় শিবিরে প্লেয়ার ছাড়তে নারাজ মোহনবাগান! ডুরান্ডের জন্য একই পথে ইস্টবেঙ্গল?

কাফা কাপে নামবে খালিদ জামিলের ভারতীয় দল।

India Football Team will not get from Mohun Bagan and East Bengal
Published by: Arpan Das
  • Posted:August 18, 2025 6:58 pm
  • Updated:August 18, 2025 7:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের দায়িত্ব দিয়ে নতুন পরীক্ষায় খালিদ জামিল। আসন্ন কাফা নেশনস কাপের প্রস্তুতি শিবিরের জন্য ৩৫ জন ফুটবলারের নাম ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বাংলার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গলের অনেক ফুটবলারও রয়েছে। কিন্তু রবিবারের ডার্বির পর ছবিটা কিছুটা বদলেছে। যেখানে দুই প্রধানই জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে নারাজ।

Advertisement

ইস্টবেঙ্গলের থেকে ডাক পেয়েছেন আনোয়ার আলি, জিকসন সিং, নাওরেম মহেশ। মোহনবাগানের থেকে ডাক পেয়েছেন অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, লালেনমাওয়াইয়া রালতে, লিস্টন কোলাসো, মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ ও বিশাল কাইথ। রবিবার ডার্বিতে হেরে ডুরান্ড থেকে ছিটকে গিয়েছে সবুজ-মেরুন বাহিনী। কিন্তু সামনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ রয়েছে। গ্রুপ সি’তে রয়েছে মোহনবাগান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’য়ের গ্রুপ পর্বে মোহনবাগান খেলবে ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন ও তুর্কমেনিস্তানের আহাল এফসির বিরুদ্ধে। সেটাই তাদের আপাতত প্রধান লক্ষ্য।

অন্যদিকে ইস্টবেঙ্গল ডুরান্ডের সেমিফাইনালে উঠেছে। বুধবার তাদের প্রতিপক্ষ ডায়মন্ড হারবার। মরশুমের প্রথম ট্রফিকে পাখির চোখ করেছে অস্কার ব্রুজোর দল। এই পরিস্থিতিতে আনোয়ার, জিকসন, মহেশদের জাতীয় দলের জন্য ছাড়লে বিপাকেই পড়বে লাল-হলুদ বাহিনী। ২৩ আগস্ট ডুরান্ডের ফাইনাল। অন্যদিকে কাফা কাপে ভারতের ম্যাচ ২৯ আগস্ট থেকে। যদি ইস্টবেঙ্গল ফাইনাল পর্যন্ত যেতে পারে, তাহলেও জাতীয় দলে যোগ দিতে অসুবিধা হবে না আনোয়ারদের।

তাছাড়া কাফা কাপ ফিফা আন্তর্জাতিক উইন্ডোর মধ্যে পড়ছে না। ফলে প্লেয়ার ছাড়া বা না ছাড়া নিয়ে ক্লাবগুলোর উপর কোনও বাধ্যবাধ্যকতা নেই। উল্লেখ্য, এর আগে জাতীয় দলের শিবিরে গিয়ে চোট পেয়েছিলেন মোহনবাগানের শুভাশিস বোস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ