Advertisement
Advertisement
Mohun Bagan

ক্লাবের মাঠে ফিরুক মোহনবাগান ম্যাচ, সচিবপদে বসেই লক্ষ্য স্থির করলেন সৃঞ্জয় বোস

তাঁর অন্যতম লক্ষ্য সবুজ-মেরুনের মহিলা ফুটবল দল গঠন করা।

Mohun Bagan matches should return to the club grounds, Srinjoy Bose set the goal while sitting as secretary

নিজস্ব চিত্র

Published by: Prasenjit Dutta
  • Posted:June 14, 2025 8:24 pm
  • Updated:June 15, 2025 12:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগানের সচিবপদে দায়িত্ব গ্রহণ করলেন সৃঞ্জয় বোস। শনিবাসরীয় সন্ধ্যায় মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় সচিব হিসেবে সৃঞ্জয় বোসের নাম ঘোষণা করেন। আর এই ঘোষণার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন ক্লাবে উপস্থিত মোহনবাগান সমর্থকরা। আর সচিবপদে দায়িত্ব নিয়ে মহিলা দল গঠন থেকে কলকাতা লিগ-সহ নানান প্রসঙ্গে কথা বলেন তিনি।

মোহনবাগান নিয়ে আগামীর পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করে তিনি জানান, তাঁর অন্যতম লক্ষ্য সবুজ-মেরুনের মহিলা ফুটবল দল গঠন করা। এই প্রসঙ্গে তিনি বলেন, “লক্ষ্য থাকবে, মহিলা ফুটবল দল যতটা তাড়াতাড়ি সম্ভব গঠন করা। এটা নিয়ে মানুষের মনে আগ্রহ তুঙ্গে। আশা করি, আগামী দিনে খুব তাড়াতাড়ি এই দল গঠন প্রক্রিয়া শুরু হবে।”

তাছাড়াও কলকাতা লিগের ব্যাপারেও মন্তব্য করেন মোহনবাগান সচিব। তাঁর সংযোজন, “কলকাতা লিগের ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। কারণ বিষয়টা আলোচনা সাপেক্ষ। তবে আমার মনে হয়, কলকাতা লিগকে ফুটবলার তুলে আনার মঞ্চ হিসেবে ব্যবহার করা উচিত। কলকাতা লিগ থেকে তো আমাদের বহু ফুটবলার উঠেছে। তারা আইএসএলেও খেলেছে।”

সৃঞ্জয় বোস আরও বলেন, “আমরা চাই কলকাতা লিগে আমাদের ম্যাচ মোহনবাগান মাঠেই হোক। তবে সেটা কতটা সম্ভব তা এই মুহূর্তে বলা মুশকিল। আইএফএ’র সঙ্গে এ ব্যাপারে কথা বলতে হবে। তবে আইএফএ কবে কলকাতা লিগ শুরু করতে পারবে, সেই খবর নেই। তাই কবে আমাদের মাঠ কবে তৈরি হবে, তা না ভেবে কবে থেকে কলকাতা লিগ শুরু এবং শেষ হবে, সেই দিনক্ষণ আগে ঠিক করুক আইএফএ।”

উল্লেখ্য, মোহনবাগানের নতুন সভাপতি হবেন দেবাশিস দত্ত। সৃঞ্জয় বোস সচিব হিসাবে দায়িত্ব নেওয়ার পর তাঁর নেতৃত্বে কার্যকরী কমিটি সভাপতি হিসাবে মনোনীত করবে দেবাশিস দত্তকে। প্রতিপক্ষ না থাকায় তাঁদের পুরো প্যানেলই জয়ী হিসাবে ক্ষমতায় এসেছে। শনিবার মোহনবাগান তাঁবুতে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় মোট ১১ জন কর্মকর্তা ও ১১ জন কার্যকরী সমিতির সদস্যের নাম ঘোষণা করেন। ১৬ জুন, সোমবার, বিকেল সাড়ে ৩টের সময় রয়েছে কার্যকরী কমিটির প্রথম বৈঠক। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement