Advertisement
Advertisement
Neymar Jr

ছ’গোলে হার! মাঠেই হাউহাউ করে কাঁদলেন নেইমার, বরখাস্ত স্যান্টোস কোচ

পরাজয়ের পর কী বললেন ব্রাজিলীয় ফুটবলার?

Neymar Jr. breaks down in tears after loss 0-6
Published by: Prasenjit Dutta
  • Posted:August 18, 2025 12:59 pm
  • Updated:August 18, 2025 12:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যান্টোসে হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন নেইমার। তাঁর দল স্যান্টোসকে ৬-০ গোলে ব্রাজিলিয়ান সিরি আ’তে বিধ্বস্ত করেছে ভাস্কো দা গামা। হাফডজন গোলে পরাস্ত হওয়ার পর আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি ব্রাজিলীয় ফুটবলার। মাঠেই হাউহাউ করে কাঁদতে দেখা যায় তাঁকে। অন্যদিকে, এমন লজ্জার পরাজয়ের ঘণ্টাখানেকের মধ্যে বরখাস্ত করা হয়েছে স্যান্টোস কোচকে।

Advertisement

গত জুনে ব্রাজিলের এই ক্লাবের নতুন চুক্তিতে সই করেছিলেন নেইমার। কিন্তু তাঁর কেরিয়ারের এটাই সবচেয়ে হতাশাজনক পরাজয়ের নজির। যা মেনে নিতে পারেননি তিনি। শেষ বাঁশি বাজার পর মাঠে বসে কেঁদে ফেলেন। তাঁকে সতীর্থরা টেনে তোলার চেষ্টা করলেও উঠতে চাইছিলেন না। এরপর তাঁকে সান্ত্বনা দিতে আসেন ক্লাবের এক স্টাফ। নেইমারকে জড়িয়ে ধরেন তিনি।

পরাজয়ের পর নেইমার বলেন, “আমি সত্যিই লজ্জিত। অত্যন্ত হতাশাজনক পারফরম্যান্স করেছি আমরা। সমর্থকদের প্রতিবাদের সম্পূর্ণ অধিকার আছে। এটা আমার জীবনে সবথেকে খারাপ এবং লজ্জাজনক অভিজ্ঞতা। রাগে আর হতাশায় কান্না আসছে। এই ক্লাবের জার্সি গায়ে এভাবে খেলা লজ্জার। প্রত্যেকেরই বাড়ি গিয়ে মাথা বালিশে রেখে ভাবা উচিত, তাদের আসলে কী করণীয়।”

অন্যদিকে, এই ৬১ বছর বয়সি কোচ ক্লেবার জেভিয়েরকে পরাজয়ের পর বরখাস্ত করা হয়েছে। গত এপ্রিলে তিনি স্যান্টোসের কোচ হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। চার মাস ঘুরতে না ঘুরতেই তাঁকে ছাঁটাই করল ক্লাব। ব্রাজিলের এই ক্লাবের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘কোচ ক্লেবার জেভিয়েরের বিদায় ঘোষণা করছে স্যান্টোস ফুটবল ক্লাব। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’ উল্লেখ্য, স্যান্টোসের আগে পালমেইরাস ও ফ্লামেঙ্গোর মতো ক্লাবের সহকারী কোচ হিসাবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা ছিল জেভিয়েরের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ