Advertisement
Advertisement
Neymar

ফের চোটের ধাক্কায় পিছিয়ে গেল প্রত্যাবর্তন, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষেও নেই নেইমার

নেইমারের পরিবর্ত হিসাবে কাকে নিচ্ছে ব্রাজিল?

Neymar's return to the national team has been delayed due to injury again

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:March 16, 2025 11:49 am
  • Updated:March 16, 2025 11:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ মার্চ ব্রাগান্তিনোর বিরুদ্ধে ম্যাচে বাঁ-পায়ের উরুতে চোট পেয়েছিলেন। আর সেটাই কাল হল ব্রাজিলিয়ান তারকা নেইমারের। চোটে কাবু হয়ে বিশ্বকাপের বাছাই পর্বে কলম্বিয়া ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। এমন খবর যে ব্রাজিলিয়ান সমর্থকদের হতাশ করবে, তা বলার অপেক্ষা রাখে না। তাঁর জায়গায় রিয়াল মাদ্রিদের তরুণ ফুটবলার এন্ড্রিককে দলে নেওয়া হয়েছে।

ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, ‘প্রত্যাবর্তন খুব কাছাকাছি মনে হচ্ছিল। দুর্ভাগ্যবশত আমি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্সিটি পরতে পারব না। আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। সকলেই আমার ফিরে আসার ইচ্ছা সম্পর্কে জানে। কিন্তু আমরা কোনও ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আঘাত সম্পূর্ণ সরিয়ে তোলার জন্য যথাসাধ্য প্রস্তুতি নেওয়াই ভালো বলে মনে করছি।’

২০ মার্চ ব্রাসিলিয়ায় কলম্বিয়া এবং ২৬ মার্চ বুয়েনস আইরেসে আর্জেন্টিনার বিপক্ষে নামতে চলেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এই মুহূর্তে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার ১০ দলের গ্রুপে পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে, ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

জানুয়ারিতে আল-হিলাল ছেড়ে নেইমার তাঁর প্রথম ক্লাব স্যান্টোসে ফিরে আসেন। ভালোই ফর্মে ছিলেন। সাত ম্যাচে তিনটি গোল করেছেন। এর মধ্যে কর্নার থেকে সরাসরি গোলও রয়েছে। তিনটি অ্যাসিস্টও করেছেন নেইমার। কিন্তু ফের চোট বাদ সাধল। এখন দেখার, দেশের জার্সিতে ৭৯ গোল করা নেইমার জুনিয়র কতদিনে চোট সরিয়ে মাঠে ফেরেন। হাঁটুতে আঘাতের জন্য ২০২৩ সালের অক্টোবর থেকে দেশের জার্সি গায়ে খেলেতে পারেননি ব্রাজিলিয়ান মহাতারকা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement