ফাইল ছবি
প্রসূন বিশ্বাস: জেলাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ফুটবল প্রতিযোগিতা বেঙ্গল সুপার লিগের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। জুলাই মাসে একঝাঁক প্রাক্তন ফুটবলারের উপস্থিতিতে বেঙ্গল সুপার লিগের ‘লোগো’ উন্মোচিত হয়েছিল। সেই প্রতিযোগিতার ব্র্যান্ড আম্বাসেডর হলেন জার্মান কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথাউস।
আগামী মাসে তাঁর কলকাতায় আসার কথা নিজেই জানান ১৯৯০ সালের বিশ্বকাপজয়ী জার্মান দলের দলনেতা। শুক্রবার জার্মানি থেকে এক ভারচুয়াল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দেন ম্যাথাউস। এদিন ভারচুয়াল প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন শ্রাচী স্পোর্টসের রাহুল টোডি এবং তমাল ঘোষাল। ছিলেন আলভিটো ডি’কুনহা, সুলে মুসা, সঞ্জয় সেন, মেহতাব হোসেন, রহিম নবিরা।
জানা গিয়েছে, বেঙ্গল সুপার লিগে মালদা ও সুন্দরবনের দায়িত্ব নিতে চলেছেন সঞ্জয় সেন এবং মেহতাব হোসেন। বেঙ্গল সুপার লিগের উদ্বোধনে উপস্থিত থাকতে পারেন জার্মান তারকা। আইএফএ’র সহযোগিতায় মোট ৮টি ফ্রাঞ্চাইজি দল নিয়ে বাংলা জুড়ে আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্ট। দলগুলির হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে মোট ৬১টি ম্যাচ খেলা হওয়ার কথা। খেলবেন ২০০ জন ফুটবলার। প্রতিটি দলে তিনজন করে বিদেশি ফুটবলার খেলানো যাবে। এর পিছনে একটাই কারণ, প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তোলা।
কলকাতা লিগের স্পনসর হিসেবে আইএফএ’র সঙ্গে শ্রাচীর সংযুক্তির সময় চুক্তিতে ছিল এই ‘বেঙ্গল সুপার লিগের’ প্রসঙ্গ। গত মরশুমে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এই মরশুমে টেলিকাস্ট পার্টনার ‘জি’কে সঙ্গী করে রীতিমতো প্রস্তুতি নিয়ে বেঙ্গল সুপার লিগের ময়দানে নামছে শ্রাচী স্পোর্টস। আইপিএলের ধাঁচেই হবে ফুটবলারদের নিয়ে নিলাম। প্রত্যেক দলের মুখ হবেন বাংলার তারকা ফুটবলাররা। আরও বেশি করে বাংলার ফুটবলার তুলে আনাই লক্ষ্য হতে চলেছে বেঙ্গল সুপার লিগের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.