সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের ঝুলিতে পাঁচটি আইপিএল খেতাব।
রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্সও পাঁচটি আইপিএল খেতাবের মালিক। মুম্বই ইন্ডিয়ান্সের রিমোট কন্ট্রোল রোহিত হাতে নেওয়ার পর থেকেই বদলে যায় দল। কালক্রমে পাঁচবার খেতাব জেতে মুম্বই ইন্ডিয়ান্স।
ধোনি ও রোহিতের তুলনা করতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট খোঁচা মেরে বসলেন ‘হিটম্যান’কেই। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন। যদিও তুলনার সময়ে ধোনির ফিটনেস নিয়ে একটি শব্দও খরচ করেননি সলমন বাট। কিন্তু রোহিত সম্পর্কে বাট বলেছেন, ভারতীয় দলের অধিনায়ক পুরোদস্তুর ফিট নয় কেন। বাট বলেছেন, ”রোহিতের ফিটনেস আরও ভাল হওয়া উচিত ছিল। ফিট হলে ওর ব্যাটিং আরও উন্নত হবে। আত্মবিশ্বাসও বাড়বে। রোহিতের ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। তবে ভারতীয় দলের অধিনায়ক ফিট নয় কেন, সেটা আমার জানা নেই। হয়তো রোহিত জানে।”
গোটা আইপিএল হাঁটুতে ব্যথা নিয়ে খেলেছেন ধোনি। হাঁটুতে স্ট্র্যাপ বেঁধে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু ধোনির রানিং বিটুইন দ্য উইকেট এখনও ঈর্ষণীয়। এখনও তাঁর ফিটনেস অনেক তরুণ ক্রিকেটারের থেকেও ভাল। উইকেটের পিছনে তাঁর ক্ষিপ্রতা আগের মতোই। রোহিত ও ধোনি দু’ জনেই পাঁচবার আইপিএল খেতাব জিতেছেন, কিন্তু ফিটনেসের নিরিখে বিচার করলে ৪১-এর ধোনি অনেকটাই এগিয়ে রোহিতের থেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.