সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবেগ প্রকাশে তিনি বরাবরই চাপা। তবু রবিবার রাতে তাঁর হাসিমুখ আর ফুরফুরে মেজাজই বলে দিচ্ছিল কতটা তৃপ্ত ক্যাপ্টেন কুল। এই নিয়ে তৃতীয়বার আইপিএল ট্রফি হাতে তুললেন। তবে খুশির রাতে প্রচারের সব আলো কেড়ে নিল অন্য কেউ।
[ এভাবেও ফিরে আসা যায়! বোঝালেন ধোনি, বোঝাল চেন্নাই ]
হায়দরাবাদকে ধরাশায়ী করে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। মাঠে তখন খুশির রোশনাই। সতীর্থরা হুল্লোড়ে মেতেছেন। তবে বরাবরের মতোই নির্লিপ্ত মহেন্দ্র সিং ধোনি। হাসিমুখেই একটু তফাতে হাঁটছেন তিনি। এমন সময় তাঁর দিকে দৌড়ে এল এক খুদে। বাড়িয়ে দিল ছোট ছোট দুটো হাত। আর মেয়েকে কোলে তুলে নিয়ে বেশ কয়েক পাক ঘুরে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক। সব আবেগের যেন সেখানেই মুক্তি। ধোনি কন্যা জিভাও আনন্দে আত্মহারা। ঠিক কী হয়েছে তা বোঝার মতো বয়স তার হয়নি। তবে কিছু যে একটা হয়েছে, এবং তা যে দারুণ আনন্দের সেটুকু বুঝতে তার অসুবিধা হয়নি। তাই সেলিব্রেশনের মাঝে উজ্জ্জ্বল তার দু-চোখ। টেলিভিশনের ক্যামেরাও মুহূর্তে ধরে ফেলল তাকে। এরপর যেন পিছনে চলে গেলেন স্বয়ং ধোনি। বরং বারবার ভেসে উঠতে থাকল জিভার মুখ। আর ওই একরত্তির মুখে আনন্দের ঢেউ থেকে খুশি সকলেই।
I think more than Winning IPL 🏆 , is more happy because his Daughter Ziva is enjoying very much at the Moment.
Such a Family person he is 🙌🙌🙌🙌
You were the BEST
You are the BEST
You will the BEST FOREVER— MS Dhoni MS Dhoni #Dhoni (@Dhoni7_FC)
Love this pics.. When the whole team celebrate the winning moment.. This man happiness is lies somewhere 😍😍😍
— Maģesh Str Maģesh (@mageshstr3)
CUTIE PIE❤️
— VID (@VIDtweetshere)
টুইটারও ভেসে যাচ্ছে বাবা ধোনির প্রশংসায়। আর হবে নাই বা কেন! এই মরশুমের মতো শেষবার যখন ড্রেসিংরুমে ঢুকছেন তখন সঙ্গী সেই মেয়েই। নেটিজেনরা বলছেন, ট্রফি তো ধোনি বহুবারই তুলেছেন। তবে যখন মেয়েকে দু’হাতে তুলে ধরলেন, তার থেকে তৃপ্তির মুহূর্ত আর কিছু হতে পারে না।
Cutest pic in internet today😍😘
— çhãmpīõñs (@welldone1venkat)
Dhoni is happiest not while lifting IPL trophy, but when he lifts his daughter Ziva. Smile he has says everything u need to know abt him!!!
— Azaz (@azazdr)
এদিকে রায়নার কোলেও তখন খুদে গার্সিয়া। দুই খুদের নিষ্পাপ চাহনিই যেন মাতিয়ে রাখল সকলকে। আইপিএল-এর হিসেব নিকেশ, পক্ষ-বিপক্ষের তর্ক থাকল পিছনে পড়ে। বেলাশেষে প্রচারের আলো কেড়ে নিল এরা দু’জনই।
This is pure love😍😍😍
Can’t take my eyes off to this pictures.😘
Such a lovely moment.❤❤❤ ,— Aditi Raina ❤ (@ImAditiPatel)
Thanks Everyone for the support
🎊🎈🎉🎉🎈 Well played Watson Chennai Super Kings 😚😚😚😎😎— Sakshi Dhoni (@sakshidhoni)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.