সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসি ম্যাজিক চলছে। টানা গোল করে চলেছেন আর্জেন্টাইন মহানায়ক। লিগস কাপে ইন্টার মায়ামি ৪-০ গোলে বিধ্বস্ত করল শার্লটকে। ৮৭ মিনিটে মেসি গোলটি করেন। আর তার ফলে ইন্টার মায়ামির জার্সিতে এলএম ১০-এর গোলসংখ্যা হল ৮টি। তবে মেসি যখন গোলটি করেন, ততক্ষণে ম্যাচের রাশ নিয়ে ফেলে ইন্টার মায়ামি। মেসি ম্যাজিকে লিগস কাপের শেষ চারে গেল ইন্টার মায়ামি।
১২ মিনিটে জোসেফ মার্টিনেজের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ৩২ মিনিটে রবার্ট টেলর দ্বিতীয় গোলটি করেন। প্রথমার্ধে ইন্টার মায়ামি ২-০ গোলে এগিয়েছিল। ৭৮ মিনিটে অ্যাডিলসন মালান্দার আত্মঘাতী গোলে ইন্টার মায়ামি ৩-০ গোলে এগিয়ে যায়। মেসির গোলের অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা। ৮৬ মিনিটে এল সেই মাহেন্দ্রক্ষণ।
Let do it Spiderman
— EvansXtraT (@EvansXtrat)
গোলের পরে মেসির উদযাপনও ছিল দেখার মতো। স্পাইডারম্যানের মতো অবতারে দেখা যায় তাঁকে। মেজর লিগ সকারে অভিষেক হওয়ার পরে মেসিকে বিভিন্ন মুদ্রায় গোল উদযাপন করতে দেখা যায়। সব সেলিব্রেশনগুলোই মার্ভেল কমিকসের চরিত্র থেকে নেওয়া।
Messi does it again
5 games straight✅
8 goals✅Campana to Messi for our fourth | 4-0
— Inter Miami CF (@InterMiamiCF)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.