সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ম্যাচের আগেরদিনই খবর হয়েছিল মেহেরাজউদ্দিনকে ছাঁটাই করেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। কলকাতা লিগে সাদা-কালো শিবির ৪-০ গোলে হারাল টালিগঞ্জকে। মহামেডানের জয়ের দিনেই খবর, সাদা-কালো শিবিরের রিমোট কন্ট্রোল হাতে উঠতে চলেছে আন্দ্রে চেরনিশভের। রাশিয়ান কোচ আগেও মহামেডান স্পোর্টিংকে কোচিং করিয়েছেন। সব ঠিকঠাক থাকলে এবারও সাদা-কালো শিবিরকে কোচিং করাবেন তিনি। তবে কোচের দায়িত্ব নিতে এখনও কয়েকদিন দেরি রয়েছে।
এদিকে বুধবার মহামেডান স্পোর্টিং টালিগঞ্জ অগ্রগামীকে বড় ব্যবধানে হারিয়েছে। মহামেডান স্পোর্টিংয়ের সোশ্যাল মিডিয়া পেজে লেখা হয়েছে, ঝুলিতে আরও তিন পয়েন্ট। আমরা একটু একটু করে কলকাতা ফুটবল লিগের গ্রুপ পর্বের দিকে এগোচ্ছি।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল মহামেডান স্পোর্টিং। খেলার ১৪ মিনিটে অভিষেক হালদার ১-০ করেন সাদা-কালো শিবিরের হয়ে। ৩৫ মিনিটে অভিজিৎ সরকার ২-০ করেন। বিরতির পরে আরও দুটো গোল করে মহামেডান স্পোর্টিং। ৫৬ মিনিটে মহামেডান ৩-০ করে। অভিজিৎ সরকার গোলটি করেন। ৭৯ মিনিটে গণেশ বেসরা দলের হয়ে চতুর্থ গোলটি করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.