Advertisement
Advertisement

Breaking News

Compound Archery

লক্ষ্য ২০২৮ অলিম্পিক, কম্পাউন্ড তিরন্দাজিতে পদক আনতে চান জ্যোতি-অভিষেকরা

এর ফলে প্রস্তুতি এবং বিদেশে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আর্থিক সাহায্য পাবেন তিরন্দাজরা।

Aiming for 2028 Olympics, Jyoti-Abhishek want to bring a medal in compound archery

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:May 2, 2025 1:40 pm
  • Updated:May 2, 2025 1:40 pm   

স্টাফ রিপোর্টার: লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্ত হতে চলেছে তিরন্দাজির কম্পাউন্ড বিভাগ। ১৯৭২ সালে প্রত্যাবর্তনের পর থেকে গেমসে নিয়মিত অংশ হয়ে উঠেছে তিরন্দাজি। এতদিন শুধু রিকার্ভ বিভাগই আয়োজন করা হত। তবে গেমসের পরবর্তী সংস্করণে কম্পাউন্ডের মিক্সড টিম ইভেন্টও থাকছে।

Advertisement

আর লস অ্যাঞ্জেলেস গেমস কমিটির এই সিদ্ধান্তে খুশির হাওয়া ভারতীয় তিরন্দাজিতে। কারণ কম্পাউন্ডের মিক্সড টিম ইভেন্টে গত কয়েক বছরে একতরফা দাপট দেখিয়েছেন এদেশের তিরন্দাজরা। বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে এশিয়ান গেমসের শেষ সংস্করণ, প্রায় সব বড় আসরেই সোনা জিতেছেন ভারতীয়রা। এরমধ্যে হাংঝৌ এশিয়াডে পাঁচে পাঁচ করার রেকর্ডও রয়েছে। ফলে অলিম্পিকে এই ইভেন্টে সোনা জয়ের ভালোরকম সুযোগ রয়েছে ভারতের সামনে। আর সে কথা মাথায় রেখে এবার কম্পাউন্ড তিরন্দাজদের আরও ভালো প্রস্তুতির সুযোগ দিতে উদ্যোগী হল ভারত। তারই অঙ্গ হিসাবে ‘টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম’ বা ‘টপস’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে সাত কম্পাউন্ড তিরন্দাজের নাম। তাঁরা হলেন– অভিষেক ভার্মা, ওজাস দেওতালে, প্রথমেশ জয়কর, প্রিয়াংশ, জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী ও প্রণীত কৌর। এরমধ্যে প্রিয়াংশ বাদে প্রত্যেকেই হাংঝৌ এশিয়ান গেমসে সোনা জিতেছেন। আবার সদ্য ফ্লোরিডা বিশ্বকাপে দাপট দেখানো ভারতীয় দলে ছিলেন ওজাস ছাড়া অন্য ছয় তিরন্দাজই।

টপসে ঢোকার ফলে প্রস্তুতি এবং বিদেশে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আর্থিক সাহায্য পাবেন তিরন্দাজরা। ফলে এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কম্পাউন্ড তিরন্দাজরা। এশিয়াডে সোনা জয়ের হ্যাটট্রিক করা ওজাস যেমন বলছিলেন, “একটা ইভেন্ট হলেও অলিম্পিকে কম্পাউন্ড তিরন্দাজি যুক্ত হওয়াটা বড় বিষয়। আমরা খুব খুশি এই সিদ্ধান্তে। কারণ আমরাও অলিম্পিক স্পোর্টের অংশ হয়ে যাচ্ছি। সেটা অনেক কিছু বদলে দিয়েছে আমাদের খেলাটার। আর সেই সঙ্গে টপসে ঢুকে পড়ায় প্রস্তুতিতে আরও সুবিধা হবে আমাদের। কারণ টপসে থাকলে আর্থিক চিন্তা অনেকটাই দূর হয়ে যায়।” ভারতীয়দের সাফল্যের কথা মাথায় রেখে অলিম্পিকে সোনা জয় নিয়ে আশাবাদী ওজাস। এই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নের কথায়, “কম্পাউন্ড তিরন্দাজিতে ভারত শেষ কয়েক বছরে একতরফা দাপট দেখাচ্ছে। আমরা বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে এশিয়ান গেমস, সব প্রতিযোগিতাতেই আমরা সোনা জিতেছি। ফলে অলিম্পিক থেকে দেশকে একটা সোনা না এনে দেওয়ার কোনও কারণ নেই।”

এখনও লস অ্যাঞ্জেলেস গেমসে যোগ্যতা অর্জন পর্ব নিয়ে কিছু জানানো হয়নি। তবে অলিম্পিকের প্রস্তুতির ক্ষেত্রে বাড়তি কিছু করতে নারাজ ওজাস। বরং এতদিন যা করে এসেছেন, তাতেই ভরসা রাখছেন। শোনালেন, “বাড়তি চাপ নিতে গেলে পারফরম্যান্স খারাপ হতে পারে। আবার হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই। তাই আমি এতদিন যা করেছি, সেটাই করে যেতে চাই। কারণ এভাবে খেলেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে এশিয়াড, সর্বত্র সাফল্য পেয়েছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ