সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস কথা বলে। সেভাবেই যেন অনেক না বলা কথা বলে উঠল এক নগ্নিকা। আদতে ছবি। কিন্তু সে ছবি জানান দিচ্ছে, প্রাথমিকভাবে মোনালিসাকে হয়তো নগ্নিকা হিসেবেই গড়ে তুলেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সম্প্রতি যে ছবি প্রকাশ্যে আসা মাত্রই বিশেষজ্ঞদের কৌতূহল তুঙ্গে।
[ বিচারাধীন বন্দির সন্তানকে স্তন্যদান মহিলা পুলিশকর্মীর, কুর্নিশ নেটদুনিয়ার ]
চারকোলে আঁকা এ ছবি সামনে আসা মাত্র বিশেষজ্ঞদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। রেনেসাঁ পর্বের এ ছবিতে লিওনার্দোর হাতের ছোঁয়া আছে বলেই মনে করছেন অনেকে। অন্তত নগ্নিকার শারীরিক গঠনে মোনালিসার সঙ্গে সাদৃশ্য পাচ্ছেন অনেকেই। উত্তর ফ্রান্সের এক মিউজিয়ামে পুরনো ছবির মধ্যেই লুকিয়ে ছিল এই নগ্নিকার প্রতিকৃতি। প্যারিসের লুভ্যর মিউজিয়ামে ছবিটির পরীক্ষা করা হয়। তাতে এটি লিওনার্দো ঘরানার ছবি বলেই ধারণা পরীক্ষকদের। তবে বিশেষজ্ঞরা আরও প্রমাণ চাইছেন। আপাতত কী দেখে এটি মোনালিসার সমগোত্রীয় নগ্নিকা বলে মনে হচ্ছে বিশেষজ্ঞদের? মোনালিসার যে ছবি পরিচিত তার হাত ও শরীরের আঁকার ধরন প্রায় একইরকম। দুটি পোট্রেটের সাইজও প্রায় এক। ছবির আশেপাশে সূক্ষ্ম ছিদ্র আছে, যা দেখে অনুমান করা হচ্ছে, ক্যানভাসে এ প্রতিকৃতি ফুটিয়ে তুলতেই চাওযা হয়েছিল। মিউজিয়ামের অভিজ্ঞ কিউরেটরের মতে, চারকোল পেন্টিংটি দেখে মনেই হচ্ছে, কেউ অয়েল পেন্টিংয়ের জন্যই এটি স্কেচ করেছিলেন। তবে এটাই মোনালিসার আগের ছবি কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিশেষজ্ঞদের মতে, এ ছবিতে যে লিওনার্দোর ছোঁয়া আছে তা আঁকার ধরনে স্পষ্ট। আর তা থেকেই মনে করা হচ্ছে, মোনালিসাকে সম্ভবত নগ্নিকা হিসেবেই প্রথম আঁকতে চেয়েছিলেন নিওনার্দো। তবে আরও পরীক্ষার পরই তা বলা যাবে।
Analyse de la Joconde nue au avec Bruno Mottin, conservateur du et conservateur du
— Domaine de Chantilly (@chantillydomain)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.