Advertisement
Advertisement

Breaking News

Pakistan

পাক সেনাক্যাম্পে ভয়াবহ জঙ্গি হামলা, আত্মঘাতী বিস্ফোরণে মৃত অন্তত ১২

বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনা ছাউনির গেটে বিস্ফোরণ ঘটায় দুই আত্মঘাতী জঙ্গি।

12 killed, 30 injured as twin blasts rock Pakistan's Khyber Pakhtunkhwa

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:March 5, 2025 8:35 am
  • Updated:March 5, 2025 9:02 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সেনা ক্যাম্পে ভয়াবহ জঙ্গি হামলা। বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি নিয়ে সেনার ক্যাম্পে ঢুকল দুই আত্মঘাতী জঙ্গি। বিস্ফোরণের জেরে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে।

Advertisement

পুলিশের তরফে জানা যাচ্ছে, সন্ধ্যা নাগাদ দুটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে সেনা ক্যাম্পের গেটে ধাক্কা মারে। বিস্ফোরক বোঝাই গাড়ির ধাক্কায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এরপর জঙ্গিরা ক্যাম্পের মধ্যে ঢোকার চেষ্টা করলে তাদের আটকায় নিরাপত্তাবাহিনী। শুরু হয় গুলির লড়াই। এই জঙ্গি হামলায় মৃত্যু হয় ১২ জনের। পুলিশের দাবি, মৃতদের মধ্যে ৪ জন শিশু। তাঁরা ক্যাম্পের পাশেই থাকত। অন্যদিকে, সেনার জবাবি হামলায় ৪ জঙ্গির মৃত্যু হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ‘জইস উল ফুরসান’। পাক সরকারের অন্যতম মাথাব্যাথা তেহরিক ই তালিবানের সঙ্গে যুক্ত হয়েছে এই সংগঠন।

উল্লেখ্য, এই বন্নু জেলা পাকিস্তানের অত্যন্ত অশান্ত অঞ্চল হিসেবে পরিচিত। আফগানিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলে প্রায়শই জঙ্গি হামলার ঘটনা ঘটে। ঘটনার এক ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর বিরাট ধোঁয়ার ঢেকে গিয়েছে এলাকা। পাশ থেকে শোনা যাচ্ছে গুলির আওয়াজ। তবে হামলার পর থেকে পাক সেনার তরফে কোনও অফিসিয়াল বিবৃতি প্রকাশ্যে আসেনি। যদিও জানা যাচ্ছে, জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ