প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাল নাম অ্যাম্বারগ্রিজ। চলতি কথায় তিমির বমি (Whale Vomit)। হ্যাঁ, শুনতে যতই অদ্ভুত লাগুক, অতিকায় তিমি মাছের মুখনিঃসৃত মোমজাতীয় এই পদার্থের দাম আকাশছোঁয়া। এবার একসঙ্গে সাড়ে ৫ লক্ষ মার্কিন ডলারের বমি মিলল এক তিমির পেটে! এতখানি ‘বহমান সোনা’র সন্ধান পেয়ে বিস্মিত সংশ্লিষ্ট মহল।
স্পেনের দ্বীপ লা পালামার তীরে আছড়ে পড়েছিল অতিকায় তিমিটির (Whale) দেহ। তাঁর শরীরে মিলল ৯.৫ কেজি তিমির বমি। যার বাজারচলতি মূল্য সাড়ে ৫ লক্ষ মার্কিন ডলার। লা পালমা বিশ্ববিদ্যালয়ের এক গবেষক তিমিটির দেহ কেটে সন্ধান করছিলেন যদি সেখানে তিমির বমি পাওয়া যায়। কিন্তু তিমি চমকে দেখেন একসঙ্গে বিপুল পরিমাণে অ্যাম্বারগ্রিজ রয়েছে প্রাণীটির শরীরে। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর।
কিন্তু ঠিক কী এই অ্যাম্বারগ্রিজ? কেনই বা তার এমন আকাশছোঁয়া দাম? আসলে তিমির অন্ত্রে জমে থাকা মোমজাতীয় জমাট এই পদার্থ, যা বমি হিসেবে শরীর থেকে বের করে দেয় অতিকায় স্তন্যপায়ী প্রাণীটি, তা প্রসাধনী অর্থাৎ সাজগোজের জিনিস তৈরি করতে ব্যবহৃত হয়। তৈরি হয় সুগন্ধী পারফিউমও। এছাড়া প্রাচীন চিকিৎসা পদ্ধতিতেও এর অসীম গুরুত্ব। তাই সব মিলিয়েই বাজারে তুঙ্গে রয়েছে এর চাহিদা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.