সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিলি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৪। আমেরিকার ভূ-বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল আটাকামা মরুভূমির কাছে, ভূপৃষ্ঠ থেকে ৭৬ কিলোমিটার গভীরে। তবে এখনও পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। সূত্রের খবর, আটাকামা মরুভূমি সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় বেশ কিছু বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে।
সূত্রের খবর, শুক্রবার স্থানীয় সময় বেলা ১টা ১৫ মিনিট নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে আটাকামা মরুভূমি সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল। তারপরই গোটা চিলিজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। সরকারিভাবে কোনও পরিসংখ্যান না জানানো হলেও ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
চিলির হাইড্রোগ্রাফিক এবং ওশানোগ্রাফিক দপ্তর জানিয়েছে, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি। তবে বেশ কিছু বাড়িঘর ভাঙার খবর পাওয়া গিয়েছে। ভূমিকম্পের পর উত্তর চিলির বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ পরিষেবা ছিল না। এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। তবে এখনও অন্ধকারে রয়েছে বেশ কিছু বাড়ি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.