ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সপ্তাহান্তে বন্দুকবাজের দাপট আমেরিকায় (USA)। মেরিল্যান্ডের এক প্রাইভেট পার্টিতে ঢুকে গুলিবর্ষণ (Mass Shooting)শুরু করে এক বন্দুকবাজ। তাতে মৃত্যু হয় তিনজনের। মৃতদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। আহত অন্তত ৭। খবরটি নিশ্চিত করেছে মার্কিন পুলিশ। আততায়ীকে চিনতেন আক্রান্তরা, এমনই দাবি পুলিশের। তবে ঠিক কী কারণে গুলি চলল, তা এখনও অজ্ঞাত। দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
United States | At least three people were killed and seven others wounded in a mass shooting inside a private home in Annapolis, Maryland, reports US media
Annapolis is 30 miles from the United States Capitol.
— ANI (@ANI)
আমেরিকার মেরিল্যান্ড (Maryland) থেকে ৩০ মাইল দূরের এলাকা অ্যানাপোলিস (Annapolis)। সেখানকার প্যাডিংটন প্লেস নামে এক বাড়িতে রবিবার পার্টির আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন বিভিন্ন বয়সী পুরুষ, মহিলা। আচমকাই সেখানে ঢুকে গুলি চালাতে শুরু করে বন্দুকবাজ। ঘটনাস্থলে মৃত্যু (Death) হয় ৩ জনের। আহত হয়ে হাসপাতালে ভরতি অন্তত ৭ জন। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলা চলেছে। তবে বন্দুকবাজকে হেফাজতে নিয়ে আসল ঘটনা জানতে চায় মেরিল্যান্ডের পুলিশ।
পুলিশ প্রধান ইডি জ্যাকসন জানিয়েছেন, যাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বন্দুকবাজ, তারা সকলেই একে অপরের চেনা। নিজেদের মধ্যে কোনও সমস্যা ছিল সম্ভবত। আর সেখান থেকেই বাড়িতে ঢুকে এমন হামলা। হতাহতদের সকলের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। তবে আততায়ীর পরিচয় সম্পর্কে তেমন কোনও তথ্য প্রকাশ করেনি পুলিশ।
আমেরিকায় এ ধরনের তাণ্ডব বরাবরই চলছে। সেখানকার আগ্নেয়াস্ত্র আইনের (Gun Law)কারণেই নাগরিকদের হাতে হাতে বিভিন্ন ধরনের বন্দুক। আর ছোটখাটো কারণে বন্দুক হামলা এবং মৃত্যু একেবারে নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। মেরিল্যান্ডের ঘটনাও তাতে আরেকটি সংযোজনমাত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.