সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে পতন হয়েছিল বাংলাদেশের আওয়ামি লিগ সরকারের। দেশছাড়া হন শেখ হাসিনা। এর পর থেকেই হাসিনার ঘনিষ্ঠেরা ব্রিটেনে নিজেদের সম্পত্তি বিক্রির চেষ্টা শুরু করেছেন, এমনটাই খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এবং আন্তর্জাতিক তথ্যানুসন্ধানী প্রতিষ্ঠান ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ সূত্রে।
হাসিনা বাংলাদেশে ক্ষমতায় থাকাকালীন তাঁর ঘনিষ্ঠেরা ব্রিটেনে বিপুল পরিমাণ সম্পত্তি তৈরি করেছেন! ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে হাসিনার পতনের পরেই এই বিষয়ে তদন্তের নির্দেশ দেয় মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। এই ঘটনাকে অবশ্য রাজনৈতিক প্রতিহিংসা বলেছে আওয়ামি লিগ এবং হাসিনার সমর্থকরা। যদিও ব্রিটিশ সংবাদমাধ্যমের এক অন্তর্তদন্তে ইঙ্গিত করা হয়েছে, পদ্মাপাড়ে ক্ষমতা বদলের পরেই সম্পত্তিই বিক্রির চেষ্টা শুরু করেছে হাসিনা ঘনিষ্ঠরা। ব্রিটেনের তদন্তকারী সংস্থা ‘ন্যাশনাল ক্রাইম এজেন্সি’ (এনসিএ) বেশ কয়েক জনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে।
দ্যা গার্ডিয়ানের দাবি, গত বছরে এমন অন্তত ২০টি লেনদেনের আবেদন জমা পড়েছে ব্রিটেনের জমি রেজিস্ট্রি দপ্তরে। এগুলি সবই বাংলাদেশের প্রশাসনের তদন্তের আওতায় থাকা ব্যক্তিদের নামে রয়েছে বলে দাবি করা হচ্ছে অন্তর্তদন্তে। মূলত সম্পত্তি বিক্রি, বন্ধক এবং হস্তান্তরের জন্যই আবেদনগুলি করা হয়েছে। এই বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর আহসান এইচ মনসুর জানান, ইতিমধ্যে ব্রিটেন সরকারের কাছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের তরফে অনুরোধ করা হয়েছে, যাতে এই ধরনের সম্পত্তিকে আরও বেশি করে বাজেয়াপ্ত করা হয়।
আগেই হাসিনার দুই বোনঝি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকের লন্ডনের সম্পত্তি ঘিরে বিতর্ক হয়েছিল। এরপর সামনে এসেছে হাসিনার তৎকালীন উপদেষ্টা সলমান এফ রহমানের পরিবারের বিপুল পরিমাণ সম্পত্তি। যার পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ১ হাজার কোটি টাকা। যা বাজেয়াপ্ত করেছে ব্রিটেনের অপরাধ দমন শাখা। এছাড়াও বাজেয়াপ্ত হয়েছে হাসিনা জমানার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ২ হাজার কোটি টাকার সম্পত্তি। বলা বাহুল্য ব্রিটেনের তদন্তকারী সংস্থা ‘ন্যাশনাল ক্রাইম এজেন্সি’র এই তদন্তে অস্বস্তি বাড়ল শেখ হাসিনা এবং তার দলের। অন্যদিকে ফ্রন্টফুটে ‘ভারত বিরোধী’ অন্তর্বর্তী সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.