সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান ছাড়ার তেরো মিনিটের মধ্যেই ভেঙে পড়ে ইন্দোনেশিয়ার লায়ন এয়ার৷ সলিলসমাধি হয় পাইলট-সহ বিমানের ১৮৯ জন আরোহীর৷ এই দুর্ঘটনায় মৃত্যু হয় বিমানের পাইলট ভব্য সুনেজার৷ ঘটনার প্রায় একমাসের মাথায় অবশেষে উদ্ধার হল ভারতীয় পাইলটের দেহ৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে একথা জানান৷ জাকার্তার ভারতীয় দূতাবাসে সুনেজার পরিবারের হাতে তাঁর দেহ তুলে দেওয়া হবে৷
২৯ অক্টোবর সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা থেকে আকাশে ওড়ে লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান৷ আকাশে ওড়ার মাত্র ১৩ মিনিট পর থেকেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ উধাও হয়ে যায় যাত্রীবাহী বিমানটি৷ বিমানের খোঁজে শুরু হয় তল্লাশি৷ আচমকাই খবর পাওয়া যায় সুমাত্রার দিকে রওনা দেওয়া ওই বিমানটি সমুদ্রের উপর ভেঙে পড়েছে৷ মারা যান বিমানে থাকা যাত্রীরা৷ খোঁজ পাওয়া যাচ্ছিল না ভারতীয় পাইলট ভব্য সুনেজার দেহের৷ অবশেষে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইটে একথা জানান৷ শোকপ্রকাশ করেন মন্ত্রী৷
Indonesian authorities have confirmed identification of the body of Capt.Bhavya Suneja. The remains will be handed over to the family in the presence of today. My heartfelt condolences to the bereaved family.
— Sushma Swaraj (@SushmaSwaraj)
ভব্য সুনেজার বয়স মাত্র ৩১ বছর৷ ৬০০০ ঘণ্টার বেশি উড়ানের অভিজ্ঞতা রয়েছে ওই চালকের৷ অল্প বয়সেই চাকরিতে মেলে সাফল্য৷ নানা এয়ারলাইন্স থেকে ডাক আসে তাঁর৷ তবে ভব্য ছিলেন একরোখা৷ বিদেশে চাকরি করতে মন চাইত না তাঁর৷ ভেবেছিলেন ২০১৮ সালে ইন্দোনেশিয়া থেকে ফিরে আসবেন৷ এরপর দেশেই চাকরি করবেন তিনি৷ মাত্র দেড় বছর আগে বিয়ে করেছিলেন সুনেজা৷ স্ত্রী গরিমা শেঠিকে নিয়ে ইন্দোনেশিয়াতেই থাকতেন তিনি৷ অন্যান্য পরিজন-প্রতিবেশীদের কথা দিয়েছিলেন খুব তাড়াতাড়ি দিল্লিতে আসবেন সুনেজা৷ কিন্তু সশরীরে আর বাড়ি ফিরে আসা হল না তাঁর৷ দেহ আসবে কফিনবন্দি হয়ে৷ জাকার্তার ভারতীয় দূতাবাসে পরিজনদের হাতে তুলে দেওয়া হবে সুনেজার দেহ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.