সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত এবং ব্রাজিল দুই দেশের উপরই ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। সূত্রের খবর, প্রায় এক ঘণ্টা কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের।
মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, প্রতিরক্ষা, স্বাস্থ্য এবং আরও অনেক ক্ষেত্রে দুই দেশ কৌশলগতভাবে এক অপরকে সহায়তা করবে। এর ফলে দক্ষিণের দেশগুলিও উপকৃত হবে।’ অন্যদিকে, লুলা সমাজমাধ্যমে জানিয়েছেন, ট্রাম্পের শুল্কবাণের জেরে গোটা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দু’দেশের আলোচনা হয়েছে। এর পাশাপাশি, ২০৩০ সালের মধ্যে ভারত এবং ব্রাজিলের অর্থনীতি কীভাবে ২০ বিলিয়ন ডলারেরও বেশি বৃদ্ধি করা যায়, তা নিয়েও আলোচনা দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। আগামী বছরের শুরুর দিকে তিনি ভারতে আসবেন বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, সেই সময়ে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, স্বাস্থ্য-সহ বেশ কিছু বিষয় নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা হবে।
প্রসঙ্গত, ব্রাজিলের উপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তে ক্ষুব্ধ লুলা। কয়েকদিন আগেই তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এই অবস্থায় তিনি মার্কিন প্রেসিডেন্টকে ফোন করতে চান না। বরং তার চেয়ে তিনি মোদি কিংবা চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোন করাই সঠিক কাজ মনে করছেন। তাঁর ইঙ্গিত থেকে এটা স্পষ্ট যে আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়তে তিনি ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একসঙ্গে বাঁধতে চাইছেন। উল্লেখ্য, ব্রিকসকে বহুদিন ধরেই হুঁশিয়ারি দিয়ে আসছেন ট্রাম্প। ভারত ছাড়াও এই গোষ্ঠীতে রয়েছে ব্রাজিল, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহি। রিও ডি জেনেইরোতে সম্প্রতি আয়োজিত হয়েছিল এবারের ব্রিকস সম্মেলন। সেখানে ছয়টি নতুন সদস্য দেশও যোগ দিয়েছিল সম্মেলনে। সেই সম্মেলনের পর থেকেই নতুন করে ক্ষুব্ধ হতে দেখা গিয়েছিল ট্রাম্পকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.