সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন স্বাস্থ্যবিমা সংস্থা ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও খুনে অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত। গত সোমবার ২৬ বছর বয়সি অভিযুক্ত লুইজি মেনজিওনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযুক্তের খোঁজ দিতে পারলে ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল এফবিআই-এর তরফে।
স্থানীয় সময় অনুযায়ী গত বুধবার ভোরে আমেরিকার ম্যানহাটনে হিলটন হোটেলের বাইরে গুলি করে খুন করা হয় বিলিওনিয়র ব্রায়ন থম্পসনকে (Brian Thompson)। পিছন থেকে হামলা চালানো হয় তাঁর উপর। এই ঘটনার কিছুক্ষণ আগে এক কফি শপে দেখা গিয়েছিল হত্যাকারীকে। সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। জায়গায় জায়গায় পোস্টার দেওয়া হয় অভিযুক্ত লুইজির। এমনকি এই যুবকের খোঁজ দিতে পারলে ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে এফবিআই।
সন্দেহভাজন হত্যাকারীকে ধরতে এই পদ্ধতি কাজে আসে পুলিশের। জানা গিয়েছে, গত সোমবার পেনসিলভেনিয়ায় আলটুনা শহরে ম্যাকডোনাল্ডসের একটি দোকানে খাবার খাচ্ছিলেন লুইজি। তাঁকে দেখে চিনতে পারেন দোকানের এক কর্মী। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, অভিযুক্ত লুইজির কাছ থেকে একাধিক ভুয়ো পরিচয়পত্রের পাশাপাশি তাঁর কাছ থেকে একটি অত্যাধুনিক রাইফেল বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, আমেরিকার অন্যতম বড় স্বাস্থ্যবিমা সংস্থা এই ইউনাইটেড হেলথকেয়ার। ২০২১ সালে এই সংস্থার সিইও পদে বসেন ব্রায়ান থম্পসন। তিনি আমেরিকার মিনেসোটার বাসিন্দা হলেও এক অনুষ্ঠানে যোগ দিতে সেদিন নিউ ইয়র্কে এসেছিলেন তিনি। তখনই খুন করা হয় তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.