সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন ও আমেরিকার উচিৎ শান্তিপূর্ণ সহাবস্থান করা। প্রয়োজনে দুদেশের মধ্যে বৈঠক ও যোগাযোগ আরও বাড়াতে হবে। এমনটাই বার্তা দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। মনে করিয়ে দিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেজিং-ওয়াশিংটন সুসম্পর্কের কথা।
চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, জিনপিংকে (Xi Jinping) চিঠি লিখেছিলেন আমেরিকার ‘ফ্লাইং টাইগার্স’-এর প্রাক্তন পাইলট হ্যারি মোয়ের ও গানার মেল ম্যাকমুলেন। যার উত্তরে চিনের প্রেসিডেন্ট জানিয়েছেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধে চিন ও আমেরিকা জাপানকে পরাস্ত করতে একসঙ্গে লড়াই করেছে। আগামিদিনেও এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। বিশ্বে শান্তি, স্থায়িত্ব ও উন্নতির জন্য বৃহৎ এই দুই দেশকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এই বিষয়ে দুই দেশকেই পারস্পরিক শ্রদ্ধা, সহবস্থান বজায় রাখতে উদ্যোগী হতে হবে।” বেজিং-ওয়াশিংটনের মধ্যে চলতে থাকা চাপানউতোর কমাতে জিনপিংয়ের মত, আমেরিকা ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক বাড়াতে হবে, যোগাযোগ বাড়াতে হবে।
উল্লেখ্য, আমেরিকা ও চিনের মধ্যে আদায়-কাঁচকলা সম্পর্ক। এই কথা কারও অজানা নয়। আধিপত্যের লড়াই ও বাণিজ্য সংঘাতের মতো একাধিক বিষয়ের কারণে দুদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। চলতি মাসেই ইন্দোনেশিয়ায় হওয়া আসিয়ান সামিটে নাম না করে ওয়াশিংটনকে ঠান্ডা লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছিল বেজিং। দক্ষিণ চিন সাগর, মুক্ত বাণিজ্য পথ ও তাইওয়ান নিয়ে এখন বাইডেন ও জিনপিংয়ের মধ্যে সংঘাত চরমে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.