সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড ঘিরে মঙ্গলবার একটি নথি প্রকাশ করেছে আমেরিকা। ট্রাম্প সরকার আগেই জানিয়েছিল যে, এই হত্যাকাণ্ড সংক্রান্ত গোপন নথি তাঁর সরকার সামনে আনবে। অবশেষে প্রকাশ করা হল ১,১২৩ পাতার এই নথি।
প্রায় ছ’দশক আগে ১৯৬৩ সালের বহু আলোচিত ও রহস্যে ঠাসা এই হত্যাকাণ্ড নিয়ে আগেই অবশ্য নথি প্রকাশের ঘোষণা করেন ট্রাম্প। এদিকে, এই নথি প্রকাশ হতেই চর্চায় উঠে এসেছে গ্যারি আন্ডারহিলের নাম। কে এই আন্ডারহিল? এই গ্যারি আন্ডারহিলের মৃত্যু-রহস্য বিষয়ক তথ্যও এই ফাইল প্রকাশের সঙ্গে সঙ্গেই উঠে এসেছে চর্চায়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র ভিতরের লোক ছিলেন এই গ্যারি। কেউ বলেন, গ্যারি নিজেই সিআইএ এজেন্ট ছিলেন। তথ্য বলছে, গ্যারি অভিযোগ তুলেছিলেন যে, প্রাক্তন প্রেসিডেন্ট জে এফ কেনেডির মৃত্যুর নেপথ্যে এজেন্সি রয়েছে। অর্থাৎ সিআইএ। প্রকাশিত ফাইলে ইঙ্গিত, এই অভিযোগ করার পরই নিজের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন গ্যারি। দাবি রিপোর্টের।
এফবিআইয়ের প্রকাশিত মেমোতে বলা হয়েছে, ‘হত্যাকাণ্ডের পরদিন গ্যারি আন্ডারহিল তড়িঘড়ি ওয়াশিংটন ছেড়ে চলে যান। সেদিন সন্ধ্যার দিকে তাঁকে নিউ জার্সিতে এক বন্ধুর বাড়িতে দেখা গিয়েছিল। খুবই উত্তেজিত ছিলেন।’ রিপোর্ট বলছে, ছয় মাসেরও কম সময়ের মধ্যে আন্ডারহিলকে তাঁর ওয়াশিংটন অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.