ছবি: সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোষী সাব্যস্ত হওয়ার পরেই আমজনতার কাছে আর্থিক সাহায্য চাইলেন ডোনাল্ড ট্রাম্প! পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তার পরেই সোশাল মিডিয়া ফান্ডরেজিংয়ের ডাক দিয়েছেন ট্রাম্প। দেশপ্রেমিকদের কাছে তাঁর আবেদন, বিপুল অর্থ জমা হোক ট্রাম্পের তহবিলে।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, বৃহস্পতিবার ট্রাম্পকে (Donald Trump) দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের একটি আদালত। ১২ জন জুরির সম্মতিতেই দোষী সাব্যস্ত করা হয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে। বিচারপতি হুয়ান মের্চান জানিয়েছেন, আগামী ১১ জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করবে আদালত। সবমিলিয়ে মোট ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প।
আদালতের রায় ঘোষণার পরেই নিজের সোশাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেন ট্রাম্প। সেখানে প্রাক্তন মার্কিন (USA) প্রেসিডেন্টের কাতর আর্জি, “ওরা আমার বাড়িতে হানা দিয়েছে, আমাকে গ্রেপ্তার করেছে, দাগি আসামীদের মতো আমারও মাগশট ছবি তুলেছে। এবার আমাকে দোষী সাব্যস্ত করে দিল। সকলের কাছে আমার আবেদন, আজকের দিনটা ফুরনোর আগেই ১ কোটি দেশপ্রেমী জনতা একজোট হোন। তহবিলে দান করুন।” এই পোস্টে নিজেকে রাজনৈতিক বন্দি হিসাবে উল্লেখ করেন ট্রাম্প।
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই নির্বাচনী প্রচারের খরচ চালাতে ফান্ডরেজিংয়ের ডাক দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। নিজের অনুগামীদের জন্য বিশেষ ইমেল পাঠিয়েছিলেন। সেখানে ছিল মেলানিয়াকে লেখা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের প্রেমপত্র। ইমেলে এই চিঠির নিচেই ছিল ‘সেন্ড ইওর লাভ’। সেখানে ট্রাম্পের আবেদন ছিল, মেলানিয়াকে যাঁরা ভালোবাসেন তাঁরা অনুদান দিতে পারেন। আবারও ফান্ডরেজিংয়ের ডাক দিয়েছেন মার্কিন নেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.