সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছিলেন, আমেরিকায় থাকবে দুটি লিঙ্গই। সেই সিদ্ধান্তই কার্যকর করতে শুরু করল প্রশাসন। এবার থেকে রূপান্তরকামীরা আর অংশ নিতে পারবেন না মহিলাদের খেলায়। বুধবারই এই সংক্রান্ত আদেশে স্বাক্ষর করলেন সেদেশের প্রেসিডেন্ট ট্রাম্প।
বুধবার হোয়াইট হাউসের তরফে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এরপরই তিনি তিনি বলেন, “আমরা মহিলা খেলোয়াড়দের পাশে আছি। মেয়েদের খেলার ঐতিহ্য রক্ষা করতে চাই। পুরুষদের দ্বারা তাঁদের প্রতারিত করতে দেব না। আঘাত করতেও দেব না। এবার থেকে মেয়েদের খেলা শুধুমাত্র মেয়েদেরই। এখানেই শেষ নয়, কার্যত বিজয়ের হাসি হাসলেন ট্রাম্প। বলেন, মেয়েদের খেলাধুলোর বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের অবসান হল। অর্থাৎ ট্রাম্পের কথায়, যে সমস্ত পুরুষ নারীসত্ত্বা গ্রহণ করেছেন বা রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাঁরাও আদতে পুরুষ।
উল্লেখ্য, চলতি জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই তিনি বুঝিয়েছিলেন, আমেরিকায় খাতায় কলমে থাকবে দুটি লিঙ্গ-পুরুষ ও স্ত্রী। শীঘ্রই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করার কথাও জানিয়েছিলেন তিনি। তাঁর আদেশে পাসপোর্ট নিয়ে অস্বস্তিতে পড়তে চলেছেন মার্কিন তৃতীয় লিঙ্গের নাগরিকরা। শুধু তাই-ই নয়, যাঁরা রূপান্তরকামী বা রূপান্তরিত, তাঁদের ক্ষেত্রে আরও একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়। মার্কিন বিদেশ দপ্তর সূত্রে জানা গিয়েছে, তৃতীয় নয়, শুধুমাত্র স্ত্রী ও পুরুষ-এই দুটি লিঙ্গই উল্লেখ থাকবে পাসপোর্টে। তৃতীয় লিঙ্গের কোনও নাগরিকের পাসপোর্টের আবেদন গৃহীত হবে না। যাতে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে আমেরিকায় বসবাসকারীর তৃতীয় লিঙ্গ, রূপান্তরকামী, রূপান্তরিত নাগরিকদের কপালে। এই পরিস্থিতিতে এবার মেয়েদের খেলা থেকে বাদ পড়লেন রূপান্তরকামীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.