Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

‘রাশিয়ার কাছে আর তেল কিনবে না ভারত, আশ্বাস দিয়েছেন মোদি’, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

এবার কি প্রত্যাহার হবে মার্কিন শুল্ক?

Donald Trump claims PM Modi has assured him 'India won't buy oil from Russia'

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:October 16, 2025 8:47 am
  • Updated:October 16, 2025 8:47 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি এই আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, মোদি তাঁর বন্ধু। এবং ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কও দারুণ।

Advertisement

ট্রাম্প এবং মার্কিন প্রশাসন বারবার বলেছে, ভারতের উপর আমেরিকার অসন্তোষের অন্যতম কারণ রাশিয়ার তেল কেনা। আবার নয়াদিল্লিও একাধিকবার স্পষ্ট করে দিয়েছে, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে সস্তায় পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত। এসবের মধ্যেই বুধবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প একপ্রকার আচমকা দাবি করে বসলেন, “মোদি আজ আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই চিনও সেই একই পথে হাঁটুক।”

সত্যিই কি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত? নয়াদিল্লি অবশ্য ট্রাম্পের এই দাবি নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। ফলে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সত্যাসত্য নিয়ে সংশয় কাটছে না। এদিকে ট্রাম্প দাবি করেছেন, মোদির সঙ্গে তাঁর ব্যক্তিগত সখ্য রয়েছে। যার ফলে ভারত ও আমেরিকার মধ্যেও সুসম্পর্ক রয়েছে। ভারত আমেরিকার নির্ভরযোগ্য সঙ্গী কিনা প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “মোদি আমার বন্ধু, আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে।”

উল্লেখ্য, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের দাবি, ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে। যদিও ভারত আমেরিকার এ দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ভারতের যুক্তি ইউরোপীয় ইউনিয়ন, চিন রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল কিনছে। আমেরিকাও রুশ পণ্য কেনায় পিছিয়ে নেই। এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায়। যদিও ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শক্তি উৎপাদনের ক্ষেত্রে দেশকে ‘আত্মনির্ভর’ করার ডাক দিয়েছিলেন। তাহলে কি এবার সে পথেই হাঁটবে দিল্লি? স্পষ্ট হবে দিল্লির অবস্থান জানার পরই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ