ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ থামাতে সিদ্ধহস্ত। নিজেকে এভাবেই দরাজ সার্টিফিকেট দিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, শুল্কনীতি আসলে বিরাট বড় অস্ত্র। কেবল শুল্কের জুজু দেখিয়েই ৮টি যুদ্ধ থামিয়ে দিয়েছেন তিনি। এবার তাঁর নজর পড়েছে পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধের দিকে। ওই সমস্যাও নিজের কাঁধে তুলে নিয়ে সমাধান করবেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।
পণবন্দি ফেরত, গাজার শান্তি বৈঠক-সহ একাধিক কর্মসূচি নিয়ে ইজরায়েলে রওনা দিয়েছেন ট্রাম্প। তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আসলে শুধু শুল্ক দিয়েই আমি কয়েকটা যুদ্ধ থামিয়ে দিয়েছি, যেমন ভারত-পাকিস্তান। আমি ওদের বলেছি, তোমাদের পরমাণু অস্ত্র রয়েছে, তোমরা যুদ্ধ করছ। কিন্তু আমি তোমাদের দুই দেশের উপরেই ১০০, ১৫০ এমনকি ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়ে দেব। এই কথা শুনে ২৪ ঘণ্টার মধ্যে ওরা শান্ত হয়ে যায়। যদি আমার হাতে শুল্কনীতি না থাকত তাহলে ওই যুদ্ধ আমি কোনওদিন থামাতে পারতাম না।”
গাজা প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এটা আমার থামানো অষ্টম যুদ্ধ। তবে এখন আমি শুনছি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। আমি হস্তক্ষেপ না করা পর্যন্ত এটা চলবে, কারণ আমি এখন অন্য যুদ্ধ থামানো নিয়ে ব্যস্ত আছি। আসলে আমি তো যুদ্ধ থামাতে সিদ্ধহস্ত।” যদিও সৌদি আরব এবং কাতারের হস্তক্ষেপে ইতিমধ্যেই সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান।
উল্লেখ্য, ভারত-পাক সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। কিন্তু ভারতের দাবি উড়িয়ে নিজের অবস্থানে অনড় থেকেছেন ট্রাম্প। তাঁর প্রশাসনিক কর্তারাও দাবি করেছেন, মার্কিন হস্তক্ষেপেই থেমেছে ভারত-পাক সংঘর্ষ। এবার গাজায় শান্তি ফেরানোর দিনও ট্রাম্পের মুখে সেই ভারত-পাক যুদ্ধ থামানোর পুরনো বুলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.