Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

জেলেনস্কির আমেরিকা সফরের আগেই পুতিন-ট্রাম্পের ফোনালাপ! এবার থামবে যুদ্ধ?

কী কথা হল দুই রাষ্ট্রনায়কের?

Donald Trump says he will meet with Vladimir Putin in Budapest to discuss war in Ukraine
Published by: Subhodeep Mullick
  • Posted:October 17, 2025 2:33 pm
  • Updated:October 17, 2025 2:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধ থামাতে ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হতে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবারই তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন হোয়াইট হাউসে। কিন্তু তাঁর আমেরিকা সফরের আগেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সমাজমাধ্যম ‘ট্রুথ’ সোশালে নিজেই একথা জানালেন ট্রাম্প। ঘোষণা করেছেন, নির্ধারিত দিনে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট তিনি পুতিনের সঙ্গে বৈঠক করবেন।

Advertisement

ট্রাম্প তাঁর সমাজমাধ্যম ‘ট্রুথ’ সোশালে লেখেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে নির্ধারিত দিনে বুদাপেস্ট আমি পুতিনের সঙ্গে বৈঠক করব। তার আগে শুক্রবার সাক্ষাৎ করব জেলেনস্কির সঙ্গে। তবে পুতিনের সঙ্গে বৈঠকে বহু বিষয় নিয়ে আলোচনা হবে।’ পুতিনের সঙ্গে তাঁর এই ফোনালাপকে মার্কিন প্রেসিডেন্ট ‘সদর্থক’ বলেও উল্লেখ করেছেন। এবার কি তাহলে সত্যি সত্যিই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটতে চলেছে? এই প্রশ্নটিই এখন উঠতে শুরু করেছে।    

প্রসঙ্গত, গত আগস্ট মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই বৈঠকে আমন্ত্রিতই ছিলেন না জেলেনস্কি। তা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট আপত্তি তুলেছিল। বিবাদমান দু’দেশের মধ্যে যখন যুদ্ধবিরতি নিয়েই আলোচনা, তখন একপক্ষকে অন্ধকারে রেখে কীসের সিদ্ধান্ত হবে? এই প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও পরে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। কিন্তু তারপরও যুদ্ধ থামানো নিয়ে কোনও রফাসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে ফের আলাদা আলাদাভাবে জেলেনস্কি এবং পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ