সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রাজধানী ওয়াশিংটনে নামতে চলেছে ন্যাশনাল গার্ড। ট্রাম্পের দাবি, ডেমোক্রাটদের দখলে থাকা এই রাজ্যে আইনশৃঙ্খলার যথেষ্ট অবনতি হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। এর জেরেই স্থানীয় পুলিশের ক্ষমতা কেড়ে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু হিসাব বলছে, ২০২৪ সালে আমেরিকার এই রাজ্যে অপরাধের হার ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। তাহলে কি বিরোধী ডেমোক্রাটদের কণ্ঠ রোধ করতেই এমন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প? এই প্রশ্নটিই এখন উঠতে শুরু করেছে। ট্রাম্পের এই দাবিকে নস্যাৎ করেছেন ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার। তাঁর বক্তব্য, রাজ্যে অপরাধের হার আগের থেকে অনেকটাই কমেছে।
সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমি ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড নামানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ, রাজ্যটি সমাজবিরোধী এবং দুষ্কৃতীদের আঁতুড়ঘর হয়ে উঠেছে। নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। তাই আইনশৃঙ্খলার ফেরানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত।” মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রাথমিকভাবে ওয়াশিংটনে ৮০০ ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই রাজধানীর দখল নেবে ন্যাশনাল গার্ড।
উল্লেখ্য়, গত জুন মাসে অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে উত্তপ্ত হয়েছিল আমেরিকার লস অ্যাঞ্জেলস। বিক্ষোভ দমাতে সেই সময় মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে বিশাল সংখ্যায় পথে নেমেছিল ন্যাশনাল গার্ড। কিন্তু এবার আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড নামানোর সিদ্ধান্ত নিলেন ট্রাম্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.