Advertisement
Advertisement

Breaking News

Apple

আমেরিকায় তৈরি না করে মার্কিন মুলুকে আইফোন বেচলে ২৫ শতাংশ শুল্ক! হুমকি ট্রাম্পের

ভারতে নিজেদের ব্যবসা ছড়ানোর অ্যাপলের পরিকল্পনায় বাধ সাধলেন ট্রাম্প।

Donald Trump threatens 25% tariff on Apple if they are made outside the US
Published by: Biswadip Dey
  • Posted:May 23, 2025 6:56 pm
  • Updated:May 23, 2025 6:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় তৈরি না করে সেই আইফোন মার্কিন মুলুকে বিক্রি করলে অ্যাপলের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। এমনই হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশালে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, আগেই টিম কুককে এমন প্রস্তাব দিয়ে রেখেছেন তিনি।

Advertisement

ট্রাম্প লিখেছেন, ‘আমি দীর্ঘ সময় আগেই অ্যাপলের টিম কুককে জানিয়েছিলাম যে, আমেরিকায় তৈরি আইফোনই আমেরিকায় বিক্রি হবে, এমনটাই আমার প্রত্যাশা। ভারতে বা অন্যত্র তৈরি হবে না। কিন্তু তা যদি না হায় সেক্ষেত্রে অন্তত ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে অ্যাপলের উপরে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।’

যদিও এটা পরিষ্কার নয় যে, ট্রাম্পের আদৌ এমন শুল্ক চাপানোর আইনি অধিকার রয়েছে। তবুও এমন পোস্টের পরই অ্যাপলের শেয়ার ২.৫ শতাংশ পড়ে গিয়েছে। এখনও পর্যন্ত ট্রাম্পের এহেন হুমকির জবাবে কিছু জানায়নি টিম কুকের সংস্থা। বছরখানেক আগে শোনা গিয়েছিল, ভারতে নিজেদের ব্যবসা আরও ছড়িয়ে দিতে চাইছে অ্যাপেল। সেই জন্যই ভারতীয়দের নিয়োগ করার কথা ভাবছে সংস্থার কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে অনুমান, আগামী তিন বছরে অন্তত ৫ লক্ষ ভারতীয়কে নিয়োগ করবে তারা। শুধু তাই নয়, ভারতেই নিজেদের পণ্য উৎপাদনে আগ্রহী মার্কিন সংস্থাটি। আগামী ৪-৫ বছরে অন্তত ৩ লক্ষ কোটি টাকার পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের। কারণ ভারতে অ্যাপেলের চাহিদা লাফিয়ে বাড়ছে। ২০২৩ সালে এদেশ থেকে অ্যাপেল পণ্যের চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে।

কিন্তু টিম কুকের সেই পরিকল্পনায় বাধ সেধেছেন ট্রম্প। অ্যাপেল সিইওর সঙ্গে বৈঠকের সময়ে তিনি স্পষ্ট বলেন, “তুমি আমার বন্ধু। তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু শুনছি তুমি নাকি গোটা ভারতজুড়ে উৎপাদন করতে চাইছ। আমার কিন্তু সেটা মোটেই পছন্দ নয়। চাইলে তুমি ভারতে অ্যাপেলের পণ্য তৈরি করতেই পারো। কিন্তু ভারতে শুল্কের হার খুব বেশি। তাই ভারতে অ্যাপেলের পণ্য বিক্রি করা খুব কঠিন।” এবার সরাসরি শুল্ক চাপানোর হুমকি দিলেন ট্রাম্প। আপাতত দেখার, এর জবাবে কী জানায় টেক জায়ান্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ