Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

পুতিন-জেলেনস্কিকে মুখোমুখিতে বসাতে মরিয়া ট্রাম্প, অবশেষে থামছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?

ট্রাম্প জানান, পুতিন-জেলেনস্কি বৈঠকে হাজির থাকবেন তিনি নিজেও।

Donald Trump to organize peace meet with Russia and Ukraine

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 19, 2025 9:30 am
  • Updated:August 19, 2025 9:30 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ তিন বছরেরও বেশি সময়ের পর বৈঠকে বসছেন ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কি! এবং সেই বৈঠকের আয়োজন করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ইতিমধ্যেই তিনি পুতিনকে ফোন করেছেন। কোথায় শান্তি বৈঠক হতে পারে সেই নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। ট্রাম্প জানান, পুতিন-জেলেনস্কি বৈঠকে হাজির থাকবেন তিনি নিজেও।

Advertisement

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সোমবার হোয়াইট হাউসে যান জেলেনস্কি। সঙ্গে একাধিক ইউরোপীয় রাষ্ট্রপ্রধান। ওয়াশিংটনে ভারতীয় সময় রাত সাড়ে ১০টার পর ওই বৈঠক শুরু হয় বলে খবর। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জানান, প্রয়োজনে ইউরোপীয় দেশগুলির নিরাপত্তার স্বার্থে যে কোনও সামরিক পদক্ষেপে নেতৃত্ব দিতে আমেরিকা তৈরি। শুধু তাই নয়, ইউক্রেনের প্রেসিডেন্টের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। এদিন ইউক্রেনের প্রেসিডেন্টের কাঁধে হাত রাখতেও দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে।

বৈঠক শেষে ট্রুথ সোশালে দীর্ঘ পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি লেখন, ‘ওভাল অফিসের বৈঠক অত্যন্ত সফল হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার-সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ইউক্রেনের সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। মার্কিন সহযোগিতায় ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত করবে ইউরোপীয় দেশগুলি।’

ট্রাম্প আরও জানান, রাশিয়া-ইউক্রেনে শান্তি ফেরাতে এবার দুই দেশের প্রধানকে নিয়ে বৈঠকের চেষ্টা করছেন তিনি। প্রথমে আলোচনা হবে পুতিন এবং জেলেনস্কির মধ্যে। তারপর দুই রাষ্ট্রপ্রধানকে নিয়ে বৈঠকে বসবেন ট্রাম্প নিজেই। প্রায় চার বছর ধরে চলতে থাকা যুদ্ধের অবসান হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। জানা গিয়েছে, ফোনে পুতিনের সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেছেন ট্রাম্প। যথেষ্ট ইতিবাচক আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ