Advertisement
Advertisement
Rishi Sunak

প্রধানমন্ত্রিত্ব খুইয়ে ন’টা-পাঁচটার চাকরি! বেসরকারি সংস্থায় যোগ দিলেন ঋষি সুনাক

একসময় এই সংস্থায় ইন্টার্ন ছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Goldman Sachs hires former UK PM Rishi Sunak as senior adviser

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:July 8, 2025 8:46 pm
  • Updated:July 8, 2025 8:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ বছর পর টোরি শাসনের অবসানে ২০২৪ সালে প্রধানমন্ত্রিত্ব খুইয়েছিলেন ঋষি সুনাক। এবার তিনি যোগ দিলেন গোল্ডম্যান স্যাকস নামের এক বিনিয়োগ সংস্থায়। এর আগেও তিনি সেখানে চাকরি করেছেন। এবার নতুন করে সেখানে যোগ দিলেন তিনি।

Advertisement

২০২২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন সুনাক। এবার নিউ ইয়র্কের নামী সংস্থায় চাকরি করবেন তিনি। তবে এখানে যা বেতন পাবেন তার সবটাই দান করে দেবেন। ‘দ্য রিচমন্ড প্রোজেক্ট’ নামের একটি প্রকল্পে সব অর্থ চলে যাবে। এই প্রকল্পটি শুরু করেছিলেন সুনাক ও তাঁর স্ত্রী।
প্রসঙ্গত, এই সংস্থার সঙ্গে তিনি যুক্ত ছিলেন ২০০১ সাল থেকে। প্রথমে ইন্টার্ন ও পরে জুনিয়র অ্যানালিস্ট পদে থাকার পর ২০০৪ সালে চাকরি ছাড়েন সুনাক। পরে যোগ দেন টিসিআই নামের আরেক সংস্থায়। এত বছর পরে, দুই দশক পেরিয়ে নিজের সেই ভূতপূর্ব সংস্থাতেই ফিরলেন ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী।

গত বছর ব্রিটেনের নির্বাচনে টোরিরা পেয়েছিলেন ১২১টি আসন। সেখানে লেবার পার্টির সংগ্রহে ৪১১টি আসন। কার্যতই ভরাডুবি হয় কনজার্ভেটিভদের। ১০ ডাউনিং স্ট্রিট ছাড়ার সময় বিদায়ী ভাষণ দেন সুনাক। এরপর থেকেই তিনি কার্যতই ‘অতীত’ হয়ে গিয়েছেন ব্রিটিশ রাজনীতিতে। হারের পর কনজার্ভেটিভ পার্টির নেতৃত্বও ছাড়েন সুনাক। বর্তমানে তিনি রিচমন্ড এবং নর্থালারটনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement