সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লাগাম পরাতে এবার কড়া পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়াদের রাখতে ৬ ‘ফতোয়া’ জারি করা হল। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই ৬ শর্ত পালন করলে তবেই ভারতীয়-সহ অন্যান্য বিদেশি পড়ুয়াদের রাখতে পারবে হার্ভার্ড । অন্যথায়, বর্তমানে এখানে থাকা বিদেশি পড়ুয়াদের অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এবং নতুন ভর্তির ক্ষেত্রেও মানতে হবে এই শর্ত।
ট্রাম্প প্রশাসনের তরফে যে ৬ শর্ত দেওয়া হয়েছে সেগুলি হল, ১. বিদেশি পড়ুয়ারা গত ৫ বছরে ক্যাম্পাসের ভিতরে ও বাইরে বেআইনি কার্যকলাপে জড়ালে সেই নথি দিতে হবে। ২. পড়ুয়ারা গত ৫ বছরে হিংসাত্মক কার্যকলাপে জড়ালে সেই নথিও দিতে হবে। ৩. বিদেশি পড়ুয়ারা অন্য কোনও পড়ুয়া না শিক্ষককে হুমকি দিলে সেই সংক্রান্ত নথি বিশ্ববিদ্যালয়ের তরফে দিতে হবে প্রশাসনকে। ৪. গত ৫ বছরে বিদেশি পড়ুয়ারা শৃঙ্খলাভঙ্গ করলে সেই নথি দিতে হবে। ৬. পাঁচ বছরে বিদেশি পড়ুয়ারা ক্যাম্পাসে বিক্ষোভ দেখালে তার অডিও ও ভিডিও সরকারকে জমা দিতে হবে।
উল্লেখ্য, প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইজরায়েল-বিরোধী বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাত শুরু হয় হার্ভার্ডের। তার জেরে একাধিকবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর ‘শাস্তির খাঁড়া’ চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার সরাসরি ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিয়োরিটির সচিব ক্রিস্টি নোয়েম এক্স হ্যান্ডেল লেখেন, ‘হিংসায় মদত দেওয়া, ইহুদি বিদ্বেষ ছড়ানোর মতো অভিযোগ রয়েছে হার্ভার্ডের বিরুদ্ধে। ক্যাম্পাসে চিনের কমিউনিস্ট পার্টির কার্যকলাপ চলছে। সঠিক কাজ করার বহু সুযোগ ছিল হার্ভার্ডের কাছে। কিন্তু সেটা তারা করেনি। যেহেতু আইন মেনে চলছে না হার্ভার্ড, তাই বিদেশি পড়ুয়াদের ভর্তি করা এবং স্টুডেন্টস এক্সচেঞ্জের অধিকার হারাল তারা।’ তবে হোমল্যান্ড সিকিয়োরিটির তরফে জানানো হয়েছে, বিদেশিদের ভর্তি করার অধিকার ফিরে পেতে হলে ৭২ ঘণ্টার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিতে হবে প্রশাসনের হাতে। এই সেই ৬ শর্ত প্রকাশ্যে আনা হয়েছে।
এদিকে রিপোর্ট বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে অন্তত ৬ হাজার ৮০০ বিদেশি পড়ুয়া বর্তমানে হার্ভার্ডে পড়াশোনা করছেন। তাঁদের মধ্যে ৭৮৮ জন ভারতীয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তাঁদের আয়ের অন্যতম উৎস হল ১৪০টি দেশ থেকে পড়তে আসা বিদেশি পড়ুয়াদের জমা করা টিউশন ফি। তাতে কোপ পড়লে বিশ্ববিদ্যালয়ের বিপুল ক্ষতির সম্ভাবনা। যদিও প্রশাসনের স্পষ্ট বক্তব্য শর্ত না মানলে বিদেশ থেকে আর ভর্তি নিতে পারবে না হার্ভার্ড। এবং বিশ্ববিদ্যালয়ে এখন যে সব বিদেশি পড়ুয়া পড়াশোনা করছেন, তাঁদের দ্রুত অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। নয়তো তাঁদের ভিসা বাতিল করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.