Advertisement
Advertisement

Breaking News

Mexico

অকাল বৃষ্টিতে ভয়াবহ বন্যা মেক্সিকোয়, মৃত ও নিখোঁজের সংখ্যা বেড়ে ১৩০

৫টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন।

Heavy rains flood Mexico towns, leave nearly 130 dead or missing
Published by: Amit Kumar Das
  • Posted:October 15, 2025 2:23 pm
  • Updated:October 15, 2025 2:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসময়ের বৃষ্টিতে বিপর্যয় উত্তর আমেরিকার মেক্সিকোতে। টানা বৃষ্টির জেরে বন্যা ও ভূমিধসে গালফ কোস্ট ও দেশের মধ্যাঞ্চলের পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ভেসে গিয়েছে রাস্তা-ঘাট। একাধিক অঞ্চলের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬৪ জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ হয়েছেন অন্তত ৬৫ জন।

Advertisement

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এমনিতে মরশুমি বৃষ্টির জেরে নদীগুলি ফুলেফেঁপে ছিল। বর্ষা বিদায়ের ঠিক আগে গত সপ্তাহে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হয়। যার জেরে গুরুতর হয়ে ওঠে পরিস্থিতি। মেক্সিকো প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেন, “বৃষ্টি যে এতটা ভয়াবহ আকার নিতে পারে তা কেউই বুঝে উঠতে পারেননি। অন্তত এক লক্ষ ঘরবাড়ি ভেঙে গিয়েছে। অসংখ্য জায়গায় ধসের খবর পাওয়া গিয়েছে। জলে ডুবে গিয়েছে বেশিরভাগ অঞ্চল। উদ্ধার কাজে নেমেছে সেনা।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, বন্যার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিডালগো এবং ভেরাক্রুজ রাজ্য। এই দুই রাজ্যেই মৃতের সংখ্যা ৫০ জন। পাশাপাশি নিখোঁজ হয়েছেন ৬১ জন। বৃষ্টির জেরে ভেঙে গিয়েছে বহু ব্রিজ। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া যাওয়ায় হেলিকপ্টার ও নৌকার সাহায্যে উদ্ধারের চেষ্টা চলছে। দেশের ৫টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। ক্ষতিগ্রস্ত স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সেনার পাশাপাশি উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ